kalerkantho

শনিবার । ২১ জানুয়ারি ২০১৭ । ৮ মাঘ ১৪২৩। ২২ রবিউস সানি ১৪৩৮।


হৃত্বিকের 'আশিকি' এবার আলিয়া ভাটের সঙ্গে

কালের কণ্ঠ অনলাইন   

১২ মার্চ, ২০১৬ ২০:১০হৃত্বিকের 'আশিকি' এবার আলিয়া ভাটের সঙ্গে

রাহুল রায়, আদিত্য রায় কাপুরের পর বলিউডের তিন নম্বর 'আশিক'তে যে দেখা যাবে হৃতিক রোশনকে সে খবরে শিলমোহর পড়েছিল আগেই। তারপর থেকে যে প্রশ্নটা ঘোরাফেরা করছিল সেটা হল, কার 'আশিকি' তে মাতবেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক। শোনা যাচ্ছিল হৃতিকের বিপরীতে দেখা যাবে সোনম কাপুরকে। তা যে হচ্ছে না সেকথা সোনম নিজেই জানিয়ে দিয়েছেন। কঙ্গনা রানাওয়াতের সম্ভাবনাও ছিল। তাতে অবশ্য একটু নাক শিঁটকেছিলেন হৃতিকই। তিনি নাকি কঙ্গনার সঙ্গে 'কমফরটেবল' নন। তবে কে?
অবশেষে মিলেছে উত্তর। আশিকি থ্রি-তে হৃতিক রোশনের বিপরীতে দেখা যাবে বলিউডের বাবলি গার্ল আলিয়া ভাটকে। - সূত্র : জিনিউজ


মন্তব্য