kalerkantho

বুধবার । ১৮ জানুয়ারি ২০১৭ । ৫ মাঘ ১৪২৩। ১৯ রবিউস সানি ১৪৩৮।


শাহরুখ খান অসাধারণ সহ-অভিনেতা : আলিয়া

কালের কণ্ঠ অনলাইন   

১২ মার্চ, ২০১৬ ০০:০৭শাহরুখ খান অসাধারণ সহ-অভিনেতা : আলিয়া

গৌরী শিন্দে পরিচালিত এখনো নামকরণ না হওয়া ছবিতে শাহরুখ খানের বিপরীতে শ্যুটিং শুরু করেছেন আলিয়া ভাট। শ্যুটিং সেটে শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আলিয়ার দাবি, তাঁর মতো মাটির কাছাকাছি মানুষ খুব কম আছে। তিনি একজন অসাধারণ সহ-অভিনেতা।

শাহরুখের মতো একজন বড় মাপের অভিনেতা সেটে থাকলেও, তিনি সকলকে সমান গুরুত্ব দেন। আলিয়ার বক্তব্য শাহরুখ ভীষণই বাধ্য এবং সকলের সঙ্গে সহযোগিতা করে সেটে কাজ করেন। আলিয়ার দাবি গৌরী এবং শাহরুখের সঙ্গে কাজ করে তিনি বহু কিছু শিখতে পারছেন।

তবে শোনা যাচ্ছিল আলিয়া শাহিদ কাপূরের সঙ্গে ‘দিল হ্যায় কি মানতা নেহি’-র রিমেক ও বরুণ ধওয়ানের সঙ্গে’হাম্পটি শর্মা কি দুলহানিয়া’-র সিকুয়েল ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ ছবিতে কাজ করবেন। সে খবর উড়িয়ে দিয়ে আলিয়ার দাবি এরকম কোনও ছবিতে তিনি কাজ করছেন না আপাতত।

আলিয়ার পরবর্তী যে ছবি পর্দায় আসছে তারমধ্যে রয়েছে শকুন বাত্রা পরিচালিত ‘কাপূর অ্যান্ড সন্স’। এই ছবিতে আলিয়ার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং ফওয়াদ খান।

সূত্র: এবিপি আনন্দ


মন্তব্য