kalerkantho

মঙ্গলবার । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩। ২৫ রবিউস সানি ১৪৩৮।


আবার একসঙ্গে রণবীর-ক্যাট

কালের কণ্ঠ অনলাইন   

১১ মার্চ, ২০১৬ ১৫:৪৬আবার একসঙ্গে রণবীর-ক্যাট

বলিউড তারকা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ আবারও একসঙ্গে হয়েছেন। তাই বলে ভেবে নেবেন না যে তাদের ভাঙা প্রেম জোড়া লেগেছে।

দীর্ঘদিন প্রেমের পর ভেঙে গেছে রণবীর-ক্যাটের সম্পর্ক। তাদের ছাড়াছাড়ির বিষয়টি এখন আর কারও অজানা নয়।

এদিকে ছাড়াছাড়ির পর থেকেই একে অপরকে এড়িয়ে চলছেন তারা। এমনকি এ জন্য সিনেমার শুটিংও বন্ধ রেখেছিলেন দুজন। অবশেষে মুখোমুখি হলেন এ জুটি। ব্যক্তি জীবনে মুখ দেখাদেখি বন্ধ হলেও সিনেমার জন্য হাত ধরাধরি করে পাশাপাশি বসেছেন তারা।

রণবীর ও ক্যাটরিনার মধ্যে ছাড়াছাড়ির পর 'জাগ্গা জাসুস' সিনেমার শুটিং বন্ধ রেখেছিলেন ক্যাটরিনা। মাঝে সিনেমাটির কিছু দৃশ্য ধারণের কাজ হয়। তবে সেখানে শুধু রণবীরই উপস্থিত ছিলেন। অবশেষে ‘জাগ্গা জাসুস’ সিনেমাটির শেষ পর্বের শুটিংয়ে হাজির হয়েছেন রণবীর-ক্যাটরিনা।

আগামী ১৫ দিন সিনেমাটির শুটিং করবেন তারা। এ ছাড়া সিনেমার শুটিংয়ের জন্য মরক্কো যাবেন এ জুটি। এর মধ্যে দিয়ে তাদের ভাঙা প্রেম আবার জোড়া লাগতে পারে বলে মনে করছেন অনেকেই।


মন্তব্য