kalerkantho


নারী দিবস উপলক্ষে কিমের ন্যুড সেলফি নকলের হিড়িক

কালের কণ্ঠ অনলাইন   

১১ মার্চ, ২০১৬ ১৫:০৭নারী দিবস উপলক্ষে কিমের ন্যুড সেলফি নকলের হিড়িক

ন্যুড সেলফিতে উইমেন্স ডে সেলিব্রেট করেছিলেন কিম কারদেশিয়ান। 'লিবারেটেড' কিম ঝড় তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়। শুধু তাঁর ফ্যানদের মধ্যেই নয়, সে ঝড় উঠল সেলেবমহলেও। ন্যুড সেলফিতে কিমের পাশে দাঁড়ালেন অনেকে। কেউবা আবার ব্যঙ্গ করলেন কিমকে। শ্যরন অসবোর্ন নিজের নগ্ন সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তিনি কিমের সেলফি থেকে অনুপ্রেরণা পেয়েছেন। কিমের বোন কেলি জেনার তাঁর বোনকে নকল করেছেন।

তবে একধাপ এগিয়েছেন এমিলি রতজকোওস্কি। পুরোপুরি ন্যুড হয়েই তিনি সেলফি পোস্ট করেছেন।
অবশ্য সকলেই যে কিমের সমর্থনে এ কাজ করেছেন তা নয়। বেট মিডসার যে সেলফি পোস্ট করেছেন, তাতে তিনি লিখছেন, কিমের মতো সেলফিকে ভালো কাজে লাগান। নারীমুক্তির কারণে কিমের ন্যুড সেলফিকে একহাত নিয়েছেন তিনি। সে হোর্ডিংয়ের হ্যাসট্যাগে তাই তিনি ব্যঙ্গ করে লিখেছেন 'স্টেজ ফর সাকসেস'।

আবার এই ন্যুড সেলফির হিড়িককেই নিজের কাজের প্রমোশনে লাগিয়েছেন কেউ কেউ। যেমন কোর্টনি স্টোডেন। এই সুযোগে নিজের অ্যালবামের প্রচারও সেরে নিয়েছেন তিনি।

তবে সবথেকে মজা করেছেন এক কমেডিয়ান। ‘দ্য ফ্যাট জিউ’ নামের প্রোফাইল থেকে তিনি কিমকে পাশে রেখেই নিজের নগ্ন সেলফি পোস্ট করেছেন।


মন্তব্য