kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


ন্যান্সি-সাফায়েতের ‘ভালো রাখার উপায়’(ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

৯ মার্চ, ২০১৬ ১৬:৫৮ন্যান্সি-সাফায়েতের ‘ভালো রাখার উপায়’(ভিডিও)

সম্প্রতি ইউটিউবে সিঙ্গেল ট্র্যাক হিসেবে প্রকাশিত হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি এবং তরুণ কণ্ঠশিল্পী সাফায়েতের নতুন একটি গানের প্রমোশনাল মিউজিক ভিডিও। ‘ভালো রাখার উপায়’ শিরোনামের গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন মিলন এবং সঙ্গীতপরিচালনা করেছেন এমএমপি রনি।

গানটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস।

এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, মিলনের সুরে এর আগেও কয়েকটি গান করেছি। নতুন এই গানটি আমার কাছে ভালো লেগেছে। সাফায়েতও অনেক ভালো গেয়েছে গানটি। সবমিলিয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে এই আশা করছি।

অন্যদিকে সাফায়েত বলেন, অনেক আগে থেকেই ওনার (ন্যান্সি) কণ্ঠের ভক্ত আমি। প্রথমবারের মতো তার সঙ্গে গান করতে পেরে ভালো লাগছে। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।


মন্তব্য