kalerkantho


আন্তর্জাতিক নারী দিবসে কী মেসেজ দিলেন শাহরুখ?

কালের কণ্ঠ অনলাইন   

৮ মার্চ, ২০১৬ ২৩:২৯আন্তর্জাতিক নারী দিবসে কী মেসেজ দিলেন শাহরুখ?

সিনেমার শুরুতে নায়ক হিসেবে তাঁর নাম সকলের আগে দেখানো হত। কিন্তু ‘চেন্নাই এক্সপ্রেস’ থেকে সেই ফর্মুলা বদলে ফেলেছেন শাহরুখ খান। লিঙ্গ বৈষম্য থেকে বেরিয়ে আসার এমন জরুরি পদক্ষেপ বলি-ইন্ডাস্ট্রিতে তিনিই প্রথম করেছিলেন। মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসে সেই স্মৃতি আরও এক বার শেয়ার করলেন বাদশা।

কী স্পেশাল মেসেজ দিলেন শাহরুখ?

নায়কের কথায়, ‘আমি প্রত্যেক নারীকে সম্মান করি। পৃথিবীতে নারীরা আরও বেশি সম্মান এবং স্বাধীনতা পাক সেটাই আমি চাই।’

তিনি আরও জানান, মা, বান্ধবী, সহ-অভিনেত্রী, স্ত্রী, মেয়ে- সকলের কাছ থেকেই শিখেছেন তিনি। আর এই সুন্দরীরা ছিলেন বলেই তাঁর চলার পথ আজ এত মসৃণ।

শুনছেন তো? বলি-বাদশার নারী অনুরাগীদের কেমন লাগল?

সূ্ত্র: আনন্দবাজার


মন্তব্য