kalerkantho


বিয়ে করলেন আরতি কক্কর

কালের কণ্ঠ অনলাইন   

৮ মার্চ, ২০১৬ ১৯:০৩বিয়ে করলেন আরতি কক্কর

প্রীতি জিনতা, উর্মিলা মাতন্ডকরের পর আরতি কক্কর। বিয়ে করলেন তিনিও। মুম্বাইয়ের পরিচালক চিয়াং অরোরাকে বিয়ে করেছেন তিনি।
 
ইনস্টাগ্রামে আরতির বিয়ের ছবি প্রকাশ হয়েছে। ছবিতে সোনালি লেহেঙ্গা ও লাল দোপাট্টায় বিয়ের সাজে দেখা গেছে আরতিকে। চিয়াংও পরেছেন সোনালি শেরওয়ানি।

আরতি কক্কর বলিউডের মিউজ়িক ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ। মুভ ইয়োর বডি, স্যাটারডে সানডে-র মতো অনেক হিট গান গেয়েছেন তিনি। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন, শঙ্কর মহাদেবন, এহসান নোরানি, মিয়াং চ্যাং ও অমল মালিকের মতো মিউজ়িক ইন্ডাস্ট্রির অনেকে।


মন্তব্য