kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।


দুর্দান্ত লাভ স্টোরি বানিয়েছি : হিমেশ রেশামিয়া

কালের কণ্ঠ অনলাইন   

৮ মার্চ, ২০১৬ ১৮:২৫দুর্দান্ত লাভ স্টোরি বানিয়েছি : হিমেশ রেশামিয়া

তেরা শুরুর ছবির প্রোমোশনে শহরে আসেন হিমেশ রেশমিয়া এবং ফারাহ কামিরি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমেশ রেশমিয়া বলেন, এই ছবিটির জন্য প্রায় এক বছর কঠিন পরিশ্রম করতে হয়েছে।

তেরা সুরুর এই প্রজন্মের ছেলেমেয়েদের ছবি। মূলত মিউজিক্যাল থ্রিলার এটি। ছবিতে রাঘু এবং তারার এক দুর্দান্ত লাভস্টোরি রয়েছে। যা ভালো লাগবে দর্শকদের।

পাশাপাশি বলেন, 'কলকাতায় আমি এর আগেও এসেছি। পারফর্ম করেছি। আপকা সুরুর-এর প্রমোশনেও কলকাতায় এসেছিলাম। এবার তেরা সুরুর ছবিকে কলকাতায় প্রমোট করতে আসতে পেরে ভালো লাগছে। '

ছবিতে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন হিমেশ রেশমিয়া। এই ছবিতে মোট ৭টি গান রয়েছে। যার মধ্যে ৪টি গান গেয়েছেন হিমেশ রেশমিয়া। বাকি গানগুলি গেয়েছেন অরিজিৎ সিং, বাদশা, কনিকা কাপুর, অদিতি সিং শর্মা, নীতি মোহান, সুজান ডি'মেলো এবং ঋতুরাজ মোহান্তি। শনিবার কলকাতায় গিয়ে দর্শকদের জন্য সবশেষে গানে গানে শুভেচ্ছাবার্তা দেন হিমেশ রেশমিয়া।


মন্তব্য