kalerkantho


টুইটারে ভক্তকে চাকরি অফার করলেন শাহরুখ!

কালের কণ্ঠ অনলাইন   

৮ মার্চ, ২০১৬ ১৭:৪৬টুইটারে ভক্তকে চাকরি অফার করলেন শাহরুখ!

এক VFX আর্টিস্টকে টুইটারের মাধ্যমে চাকরির অফার দিলেন শাহরুখ খান। টুইটারে তিনি সেই আর্টিস্টকে তাঁদের সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছেন।
 
সেই VFX আর্টিস্টের নাম শিবম জেমিনি। ফ্যানের ট্রেলারটি তিনি তার মতো করে বানিয়েছেন। তাঁর বানানো নতুন এই ভিডিওতে আরিয়ান খান্না নিজের জায়গাতেই আছেন। শুধু পরিবর্তন হয়েছে গৌবরের ক্ষেত্রে। শিবমের এই কারিগরি দেখে চমৎকৃত শাহরুখ। টুইটারে তিনি লিখেছেন


ভিডিওর শুরুতে ও শেষে শাহরুখ খানের জন্য বার্তা দিয়েছেন শিবম। ভিডিওর শুরুতে তিনি অনুরোধ জানিয়েছেন তাঁর এই ভিডিওটির যেন সমালোচনা না করা হয়। আর শেষে তিনি লিখেছেন, তিনি তাঁর ফ্যানেদের প্রথম থেকে উদ্বুদ্ধ করে এসেছেন। এখনও করছেন। তাঁরা সবাই শাহরুখের মতো মানুষ হতে চান। সবশেষে ধন্যবাদও জানিয়েছেন শিবম। 


মন্তব্য