kalerkantho


রোকোর জন্যে মঞ্চে কাঁদলেন ম্যাডোনা

কালের কণ্ঠ অনলাইন   

৮ মার্চ, ২০১৬ ১৪:১৮রোকোর জন্যে মঞ্চে কাঁদলেন ম্যাডোনা

সাবেক স্বামী গাই রিচির সঙ্গে ছেলে রোকো-কে নিয়ে আইনি লড়াইয়ে প্রায় হারের মুখে আছেন পপ স্টার ম্যাডোনা। মানসিক অবস্থা ভালো নেই তার। এ অবস্থায় কি আর লাইভ শো চলে? নিউজিল্যান্ডে একটি লাইভ শো-তে পেরেশানি প্রকাশ পেল তারকার।

অবল্যান্ডে ছিল তার অনুষ্ঠান। দেড় ঘণ্টা দেরিতে মঞ্চে ওঠেন। 'লা ভি এন রোজ' গানটি গাইছিলেন ছেলে রোকোর জন্যে। নিজেকে আর ধরে রাখতে পারলেন না। কান্নায় ভেঙে পড়লেন। বললেন, ছেলের প্রতি মায়ের ভালোবাসার চেয়ে শক্তিশালী ভালোবাসা আর নেই। আশা করি সে (রোকো) এসব কথা শুনছে এবং বুঝতে পারছে আমি তাকে কতটা ভালোবাসি।

গত সপ্তাহে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্ক এবং লন্ডনে শুনানি হয়েছে। ১৫ বছর বয়সী ছেলেটি গত বছরের ডিসেম্বর থেকে বাবার সঙ্গে লন্ডনেই থাকছেন।
সূত্র : ফক্স নিউজ

 


মন্তব্য