kalerkantho


রেজিস্ট্রি হয়নি! একসঙ্গে দীর্ঘদিন থাকলেই বিয়ের প্রমাণ : আদালত

কালের কণ্ঠ অনলাইন   

৮ মার্চ, ২০১৬ ০০:২৫রেজিস্ট্রি হয়নি! একসঙ্গে দীর্ঘদিন থাকলেই বিয়ের প্রমাণ : আদালত

রেজিস্ট্রি বা আইনি স্বীকৃতি না থাকলে, এমনকি বিয়ের কোনো আমন্ত্রণপত্র বা ছবি না থাকলেও, একজন পুরুষ এবং নারী দীর্ঘদিন একসঙ্গে থাকলেই তা গ্রাহ্য হবে বিয়ের প্রমাণ হিসেবে, রায় দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।
মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ তিরুনেলভেলির পারিবারিক আদালতের রায়ের বিপরীতে গিয়ে বলেছে, একজন নারী-পুরুষ দীর্ঘদিন একসঙ্গে থাকলেই সেটা বিয়ের প্রমাণ হিসেবে গ্রাহ্য করা হবে। এই পারিবারিক আদালতে এক মহিলা বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন। কিন্তু আদালত তাঁকে বিবাহ বিচ্ছেদে অনুমতি দেয়নি, এই অজুহাতে, যে তাঁর বিয়েই হয়নি। কারণ, তার কোনও প্রমাণই নেই। যদিও সেই মহিলা তাঁর স্বামীর সঙ্গে তোলা ছবি আদালতে জমা দিয়েছেন। এছাড়া একুশ বছরের বিবাহিত জীবনে তাঁর দুটি সন্তানও রয়েছে। কিন্তু নিম্ন আদালতের সেই বিচারক সেগুলোকে বিয়ের প্রামাণ্য হিসেবে গ্রাহ্য করতে অস্বীকার করেন।
নিম্ন আদালতের সেই রায়েরই বিপরীতে গিয়ে মাদ্রাজ হাইকোর্টে ডিভিশন বেঞ্চ জানায় বিবাহ বিচ্ছেদ মামলার প্রাথমিক স্তরে এগুলোকেই বিবাহের প্রমাণ হিসেবে গ্রহণ করতে হবে।

সূত্র: এবিপি আনন্দ


মন্তব্য