kalerkantho


শ্রাবন্তী প্রথমবারের মতো ঢাকায়

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৬ ১৬:৪৮শ্রাবন্তী প্রথমবারের মতো ঢাকায়

কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘শিকারী’ ছবির মহরতে অংশ নিতে একদিনের সফরে ঢাকা এসেছেন। আজ বেলা ১১টার দিকে প্রথমবারের মতো ঢাকায় পা রাখেন। এই ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন। শ্রাবন্তী এখন ঢাকার একটি অভিজাত হোটেলে অবস্থান করছেন। সন্ধ্যায় সেখানেই ছবির মহরত অনুষ্ঠিত হবে।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন, শ্রাবন্তী বেলা ১১টায় শ্রাবন্তী ঢাকায় এসে পৌঁছেছেন। তিনি ওয়েস্টিন হোটেলে আছেন। আমরা সেখানেই আজ সন্ধ্যা ৭টায় ছবির মহরত করব। অনুষ্ঠানে শাকিব খানও উপস্থিত থাকবেন। আগামীকাল সকালে শ্রাবন্তী কলকাতায় ফিরে যাবেন।

ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু। ছবিতে শাকিব খান ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করবেন বাংলাদেশের অমিত হাসান, সুব্রত, শিবা সানু এবং কলকাতার রাহুল দেব, সব্যসাচী, লিলি প্রমুখ।


মন্তব্য