kalerkantho


রিয়ালিটি শো-তে উত্তর দিতে হবে এভাবেই

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৬ ১৫:২৪রিয়ালিটি শো-তে উত্তর দিতে হবে এভাবেই

প্রথম আলাপের পরই একে অপরের পোশাক খুলে দেবেন। তারপর এক বিছানায় শুয়ে থাকবেন আধঘণ্টা।

সেই অবস্থাতে তাঁদের বিভিন্ন প্রশ্ন করা হবে। ইয়েস অথবা নো বাটন প্রেস করে তাঁরা উত্তর দেবেন। সেই উত্তরের ভিত্তিতেই বেছে নেওয়া হবে কে জয়ী? অবাক হচ্ছেন?

চমকের তো সবে শুরু। আর কয়েক দিনের মধ্যেই আমেরিকায় এই ফরম্যাটেই একটি নতুন রিয়ালিটি শো শুরু হতে চলেছে। চমকপ্রদ এই রিয়ালিটি শো 'আনড্রেসড' বদলে দিল ডেটিং তথা রিয়ালিটি শো-র কনসেপ্ট।

ডেটিং নিয়ে এই ধরনের রিয়ালিটি শো প্রথম চালু হয় ইতালিতে। সেখানে তুমুল জনপ্রিয় হওয়ায় এবার সেই ফরম্যাটই অনুসরণ করছেন মার্কিনিরা। শোয়ের প্রযোজক ফিজ জানিয়েছেন, ডেটিংয়ের এই নয়া পদ্ধতি অত্যন্ত সাহসী এবং সুন্দর। এই প্রতিযোগিতায় কখনও নতুন চমক থাকে, কখনও আবার অস্বস্তিকর মুহূর্তও তৈরি হয়। ইতালিতে এই ধরনের শো-তে অচেনা প্রতিযোগীরা ডেটিংয়ে কোনো আপত্তি করতেন না। এখন আমেরিকানরা কতটা এনজয় করেন সেটাই দেখার!


মন্তব্য