kalerkantho


বলিউডের যত গোপন বিয়ে

কালের কণ্ঠ অনলাইন   

৬ মার্চ, ২০১৬ ১৬:১১বলিউডের যত গোপন বিয়ে

বলিউড স্টারদের বিয়ে মানেই ঢাকঢোল পিটিয়ে ভক্তদের জানানো। কিন্তু এমন কিছু সেলিব্রিটি আছেন, যাঁরা বিয়ে করেছেন গোপনেই।

উর্মিলা মাতন্ডকর ও মোহসিন আখতার মীর

৩ মার্চ বিয়ে করেন তাঁরা। কাশ্মীরের বিজনেসম্যান মোহসিন। উর্মিলার থেকে তিনি বছর দশেকের ছোটো। তবে মোহসিনের পরিচয় শুধু ব্যবসায়ী নয়। তিনি ফিল্মেও অভিনয় করেছেন। করেছেন বিজ্ঞাপনও। লাক বাই চান্সে তাঁকে দেখা গেছে। প্রীতি জিনতার সঙ্গে একটি বিজ্ঞাপনও করেছেন তিনি।

প্রীতি জিনতা-গেনে গুডএনাফ

কবীর বেদি যখন প্রীতিকে শুভেচ্ছা জানিয়েছিলেন, প্রীতি স্বীকার করে নিয়েছিলেন যে বিয়ে তিনি করে ফেলেছেন। প্রীতির বিয়েতে অবশ্য বলিউডের তেমন কেউ নিমন্ত্রিত ছিলেন না। শুধু ছিলেন সুসান খান ও ফ্যাশন ডিজাইনার শ্রুতি গোয়েল।

রানি মুখোপাধ্যায়-আদিত্য চোপড়া

রানি মুখোপাধ্যায় আর আদিত্য চোপড়ার সম্পর্কের কথা বলিউডে অনেক দিন ধরে শোনা যাচ্ছিল। কিন্তু বিয়েটা হঠাৎই সেরে ফেলেন রানি। তাও এ দেশে নয়। ইটালিতে। বিয়ে হয়ে যাওয়ার পর খবরটা জানাজানি হয়। আর এখন তো তাঁদের জীবনে ছোট্ট আদিরাও এসে গেছে।

সঞ্জয় দত্ত-মান্যতা

২০০৮ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন সঞ্জয় ও মান্যতা। গোয়ায়, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ আইনে তাঁরা বিয়ে করেন। তাঁদের বিয়েতে নিমন্ত্রিত ছিল শুধু ঘনিষ্ঠ বন্ধবান্ধব ও পরিবারের লোকরা। রিয়া পিল্লাইয়ের সঙ্গে বিচ্ছেদের এক মাসের মধ্যেই মান্যতাকে বিয়ে করেন সঞ্জয়।

কবীর বেদি-পরভিন দুসাঞ্জ

৭০ বছরের জন্মদিনে বিয়ে করেন কবীর বেদি। পাত্রী পরভিন দুসাঞ্জের বয়স ৪২ বছর। কবীরের এটি চতুর্থ বিয়ে। পরভিনের প্রথম। শুধু ফ্যানদের নয়, এঁদের বিয়ে অবাক করেছিল কবীরের মেয়ে পূজা বেদিকেও। বিয়েতে তিনি নিমন্ত্রিত ছিলেন না। এরপর টুইটারে পূজা নরম গরম কথা শোনান পরভিনকে। এ নিয়ে বাবা-মেয়ের মধ্যে ছোট্ট ঝামেলাও হয়।

কুণাল কাপুর-নয়না বচ্চন

আমিতাভ বচ্চনের ভাইঝি নয়না বচ্চনকে গত বছরই বিয়ে করেন কুণাল কাপুর। দিনটি ছিল ৯ ফেব্রুয়ারি। বিয়ের আগে দুই বছর ধরে ডেট করেছিলেন কুণাল ও নয়না। অমিতাভের মেয়ে শ্বেতা তাঁদের পরিচয় করিয়ে দিয়েছিলেন।

মিনিষা লাম্বা-রিয়ান থাম

গত বছর ৬ জুলাই বিয়ে করেন মিনিষা লাম্বা ও রিয়াম থাম। সেই সময় শহিদ কাপুরের বিয়ে নিয়ে চর্চা চলছিল। মিনিষার বিয়ে হয়ে যায় মিডিয়ার আড়ালেই। তাঁদের বিয়ের খবর সামনে আসে পূজা বেদির টুইটের মাধ্যমে।


মন্তব্য