kalerkantho


এবার প্লামবারের ভূমিকায় অমিতাভ বচ্চন

কালের কণ্ঠ অনলাইন   

৫ মার্চ, ২০১৬ ২৩:৩৮এবার প্লামবারের ভূমিকায় অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন মানে বিগ বি, শহেনশা। অমিতাভ বচ্চন মানে বিজয় দীননাথ চৌহান বা ভাস্কর ব্যানার্জি। অমিতাভ বচ্চন মানে শোলে, দিওয়ার, জঞ্জির। তালিকাটা বলে শেষ হবে না। বলিউডের এই শহেনশা এবার নতুন ভূমিকায়। তাঁকে দেখা গেল প্লামবারের কাজ করতে।
তবে এটা কোনও সিনেমার চরিত্র নয়। বাস্তব। সুজিত সরকারের ছবি 'তিন'-এর মিউজিক ও আন্যান্য কাজ নিয়ে শুক্রবার বেজায় ব্যস্ত ছিলেন বিগ বি। তার থেকেও বেশি ব্যস্ত ছিলেন প্লাম্বিংয়ের কাজে। বাথরুমের পাইপে লিকেজ হওয়ায় পানিতে ভরে গিয়েছিল সিনিয়র বচ্চনের ঘর। এমনকি বন্ধ হচ্ছিল না কোনো ট্যাপও। পানি বন্ধ করতে দিনভর নাজেহাল হয়েছেন বলিউডের শহেনশা। তবে টুইটারে জানিয়েছেন প্লামবারের কাজে বেশ ভালোই 'টাইম পাস' করেছেন।

সূত্র: কলকাতা


মন্তব্য