kalerkantho


এবার গল্প লিখছেন সানি লিওন!

কালের কণ্ঠ অনলাইন   

৪ মার্চ, ২০১৬ ১৬:২০এবার গল্প লিখছেন সানি লিওন!

পর্ন তারকা থেকে হলেন অভিনেত্রী। এবার নাকি গল্পও লিখবেন সানি লিওন। অবাক হচ্ছেন তো? কিন্তু এটাই সত্যি। কোনো ছবির চরিত্রে নয়, বাস্তবে কলম ধরতে চলেছেন সানি। অন্তত ১২ থেকে ১৫টি ছোট গল্প লিখবেন নায়িকা। নিজের এই নতুন ভূমিকা সম্পর্কে সানি বলেন, 'লেখিকা হিসেবে ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব।'

কোনো এক ভারতীয় প্রকাশকের হয়েই সানি বই লিখছেন বলে জানা গেছে। প্রত্যেকটি গল্প প্রায় ২০০০ শব্দের মধ্যে হবে। বইটি লেখা শেষ হয়ে গেলে অনলাইনে পাওয়া যাবে।

প্রথমে ঠিক হয়েছিল সানির জীবন নিয়েই লেখা হবে ছোট গল্পগুলো। নিজের জীবনের গল্প লিখতেই কলম ধরবেন তারকা। কিন্তু পরে আলোচনা করে ঠিক করা হয়, এখনই নিজের জীবনের ঘটনা নিয়ে লিখবেন না সানি। বরং প্রকাশকের দেওয়া বিষয় নিয়েই গল্প লিখবেন। আর কয়েক দিনের অপেক্ষা। এর পরই লেখিকা হিসেবে পাওয়া যাবে সানিকে।


মন্তব্য