kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


রুস্তমের পোস্টার প্রকাশ

কালের কণ্ঠ অনলাইন   

৩ মার্চ, ২০১৬ ১৬:৪৮রুস্তমের পোস্টার প্রকাশ

মুক্তি পেয়েছে রুস্তমের প্রথম পোস্টর। প্রথম পোস্টারেই বড় দাঁও মেরেছেন পরিচালক ও প্রযোজক। পোস্টারটিতে একটি খবরের কাগজের চিত্র দেখা গেছে। সেখানে লেখা আছে, তিনটা শট, যা দেশকে চমকে দিল।

অক্ষয় কুমার টুইটারে পোস্টারটি পোস্ট করেছেন। তিনি অবশ্য পোস্টারে যা লেখা আছে, তার বাইরে আরও কিছু যোগ করেছেন। তিনি লিখেছেন, তিনটা শট, যা দেশকে চমকে দিল ও তাঁর জীবন বদলে দিল।

সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে রুস্তম। তবে ঘটনাটি ঠিক কী, সে নিয়ে এখনও কেউ মুখ খোলেননি। না পরিচালক, না অভিনেতা, না প্রযোজক। এ বছর ১২ অগাস্ট রিলিজ় করবে রুস্তম।


মন্তব্য