kalerkantho


ভিনের প্রেমিকা নন দীপিকা?

কালের কণ্ঠ অনলাইন   

৩ মার্চ, ২০১৬ ১৬:২৩ভিনের প্রেমিকা নন দীপিকা?

এতদিন জানা ছিল, xxx: দা রিটার্ন অফ জ়েন্ডার কেজ ছবিতে ভিন ডিসেলের প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু এখন আবার উলটো কথা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছেস দীপিকা নাকি ছবিতে ভিনের প্রেমিকা বা প্রাক্তন প্রেমিকা কোনও চরিত্রেই নেই। তাঁর পার্ট একেবারে অন্য।

ভিনের লাভ ইন্টারেস্ট ছবিতে গত বছরের মিস কলম্বিয়া আরিয়াদনা গুটিয়েরিজ়। গত বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিনালেতে প্রতিযোগী ছিলেন তিনি।

দীপিকার চরিত্রটির নাম সেরেনা। ভিন ডিসেলের লাভ ইন্টারেস্ট নন তিনি। তবে তাঁর চরিত্রটি কী? সে বিষয়ে এখনও কিছু খোলসা করা হয়নি। তবে শোনা গেছে, দীপিকাকে নাকি অ্যাকশন হিরোইন হিসেবে দেখা যাবে।

পরের বছর জানুয়ারিতে রিলিজ় করছে xXx: দা রিটার্ন অফ জ়েন্ডার কেজ। ছবিটি পরিচালনা করছেন ডি জে কারুসো।


মন্তব্য