বহুদিন ধরেই বলিউড সুপারস্টার সালমান খান এবং লুলিয়া ভান্টুরের সম্পর্ক নিয়ে বহু গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডের আনাচে কানাচে। বহুবার সালমানের বিশেষ পার্টিতে একসঙ্গে দেখা গেছে দুজনকে। তবে আজ পর্যন্ত লুলিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি সালমান।
বন্ধুবান্ধব বা সালমানের পরিবারের সঙ্গেও সময় কাটিয়েছেন সালমান। অনেকেই বলছিলেন‚ সালমান-লুলিয়ার বিয়ে শুধু সময়ের অপেক্ষা।
সূত্রের খবর অনুযায়ী‚ লুলিয়াকে বিয়ে করা নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য সালমানকে নাকি চরম বার্তা দিয়েছেন সেলিম ও সালমা খান। তারা বলেছেন‚ এপ্রিলের মধ্যেই লুলিয়াকে বিয়ে করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সালমানকে।
এমনকি সালমান এই বিয়েতে রাজি থাকলে বিয়ের দিন নিয়েও চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন তার মা-বাবা। সালমান-লুলিয়ার বিয়ের জন্য শুভ মুহূর্ত হিসেবে বেছে নেয়া হয়েছে জুলাই‚ নভেম্বর অথবা ডিসেম্বর মাসকে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের