kalerkantho


'এই নির্বাচনে প্রমাণ হবে ইসি সুষ্ঠু নির্বাচন করতে পারে'

কালের কণ্ঠ অনলাইন   

২১ ডিসেম্বর, ২০১৭ ১১:১৯'এই নির্বাচনে প্রমাণ হবে ইসি সুষ্ঠু নির্বাচন করতে পারে'

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোট দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর নিউ সেনপাড়ায় শিশুমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে তিনি তার ভোট দেন। মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থীর জয়ের ব্যাপারে আবারও আশা প্রকাশ করেছেন তিনি।


আরো পড়ুন: রংপুরে সবার নজর সবার পরীক্ষা


ভোট দিয়ে বের হয়ে এরশাদ সাংবাদিকদের বলেন, ভোট দিতে পেরে আমি আনন্দিত। এখানে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। কোথাও কোনও অনিয়ম নেই। কোথাও কোনও গোলমাল হওয়ার আশঙ্কাও নেই। কারণ এই নির্বাচন ইসির জন্য পরীক্ষা। এই নির্বাচনের মাধ্যমে তাদের প্রমাণ করতে হবে তারা নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে।


আরো পড়ুন: রসিক নির্বাচনে শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা বিএনপি প্রার্থীর


তিনি আরও বলেন, রংপুরে লাঙলের জোয়ার বইছে। আমি বলেছিলাম লক্ষাধিক ভোটের ব্যবধানে আমার প্রার্থী জিতবে। আশা করছি তাই হবে। এসময় সেখানে থাকা পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রে অনেক মানুষ আসছে। এখানে উৎসবমুখর পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। এখন পর্যন্ত কোথাও কোনও অনিয়মের খবর আমরা পাইনি। কেউ ফোনে আমাদের এমন কোনও খবর জানায়ওনি।

 মন্তব্য