kalerkantho

সানাউল হক খান

ফটিক জল পাখি

২৫ জুন, ২০১৭ ০০:০০‘ফটিক জল’ ছাড়া পাখিটির আর কোনো নাম

আজও আমার মাথায় আসেনি

ছোট ছোট নদীর মতো সেও আমার প্রাণের আত্মীয়

তারে দেখি কম তৃষ্ণায়

তৃপ্তিতে মনে পড়ে বেশি

 

বক-সারস-মাছরাঙা আর গাঙচিলের চেয়ে বেশি

পানি ওকে টানে যতটা

আমাকে ততটা নয়

 

আমার চোখে সে বাসা বেঁধেছিল

সেই যে নবীন বয়সে

সেটা আর ভাঙতে পারেনি কোনো উড়াল-বিহঙ্গ

 

আমি তাকে ডিম পাড়তে দেখিনি কোনো দিন

 

আমার বয়সের প্রতিটি বাঁকে

সে ছিল রহস্যের মতো চঞ্চল কুটুম

 

নদী যতই শীর্ণ হচ্ছে

‘ফটিক জলের’ আয়ু ততই কমে আসছে

অনেকটা আমার মতো

 মন্তব্য