kalerkantho

দেখে নাই কেউ

হাসান হাফিজ

২৫ জুন, ২০১৭ ০০:০০আর মাত্র কয়েক ঘণ্টার আয়ু

              তারপর ঝরে যাবে এ প্রসন্ন ফুল

ভালোবেসে এ বাগানে ফুটেছিল

ভোরের সুছন্দ হাওয়া নম্র-কামে

                      ছুঁয়েছিল তাকে

রোদের চুম্বনসেঁকা আলতো জড়াজড়ি

আকাশ দেখেছে তাকে অপলক চোখে

দেখে দেখে স্বতঃস্ফূর্ত মমতামেদুর

                             স্নেহ ও আশিসে

ভরে গেছে কাঙালিয়া আকাশের ভাঙাচোরা বুক

আমিই তো সেই ফুল বিড়ম্বিত ভুল

ফুটে থেকে অপেক্ষায় সকাল দুপুর

পৌঁছে গেছি সমাপনী সন্ধ্যা-নদীতীরে

                   একবারও কেউ কিন্তু

ভালোবেসে চোখ মেলে দেখেনি আমাকে!মন্তব্য