kalerkantho

বৈশিষ্ট্য

নিডারিয়া

[অষ্টম শ্রেণির বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে নিডারিয়ার ওপর আলোচনা আছে]

২৩ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিডারিয়া

পৃথিবীর প্রায় সব অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝরনা প্রভৃতিতে দেখা যায়।

♦         দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত।

♦       এদের দেহের বাইরের দিকের স্তরটি এক্টোডার্ম ও ভেতরের স্তরটি এন্ডোডার্ম।

♦          দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়।

♦ এক্টোডার্মে নিডোব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো ধরা, অত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়।

♦ এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে বা মুক্তভাবে সাঁতার কাটে।

মন্তব্য