kalerkantho

জানা-অজানা

এসিড বৃষ্টি

[পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বইয়ে ‘এসিড বৃষ্টি’র কথা উল্লেখ আছে]

২২ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএসিড বৃষ্টি

এসিড বৃষ্টি (Acid rain) হলো এক ধরনের বৃষ্টি, যার প্রকৃতি অম্লীয়। সাধারণত বিভিন্ন শিল্প-কারখানা ও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র থেকে সৃষ্ট অম্লীয় অক্সাইড বায়ুুমণ্ডলের জলীয় বাষ্প ও অক্সিজেনের কণার সঙ্গে মিশে এসিড উৎপন্ন করে। এই এসিড ওই অঞ্চলে বা দূরবর্তী কোনো অঞ্চলে বৃষ্টির পানির সঙ্গে ঝরে পড়ে। অম্লীয় প্রকৃতির কারণে এই বৃষ্টিই এসিড বৃষ্টি নামে পরিচিত। এ ধরণের বৃষ্টি পূর্বাঞ্চলীয় উত্তর আমেরিকা, জাপান, চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপে বহু ক্ষতি সাধন করেছে। এর কারণে মাটিতে গাছের পুষ্টি উপাদানের পরিমাণ কমে যায়। ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। তা ছাড়া বিভিন্ন জলাশয় মাছ ও অন্যান্য প্রাণীর বসবাসের অযোগ্য হয়ে ওঠে। শহরে দালানকোঠা ও ভাস্কর্যের স্বাভাবিক ক্ষয় ত্বরান্বিত করে। এটি অন্যান্য রাসায়নিক উপাদানের সঙ্গে মিশে শহরের পরিবেশে ধোঁয়াশার সৃষ্টি করে। এর ফলে শহরের মানুষের ফুসফুসের সমস্যা হয় এবং আয়ুু কমে যায়।

♦ ইন্দ্রজিৎ মণ্ডল

মন্তব্য