kalerkantho

গুরুত্বপূর্ণ টপিকস

হিসাববিজ্ঞান প্রথম পত্র

মো. মাইন উদ্দিন, সিনিয়র প্রভাষক আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী

২০ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেহিসাববিজ্ঞান প্রথম পত্র

স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ

কোন প্রশ্নের জন্য কোন টপিক গুরুত্বপূর্ণ

প্রশ্ন-১ ও ২ : পণ্য ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠানের ভ্যাটসংক্রান্ত ও সমাপনী মজুদের সঙ্গে সংশ্লিষ্ট সমন্বয়সংক্রান্ত ও আগুনে বিনষ্ট, অব্যবহৃত মণিহারি, বিক্রয় বা ফেরত শর্তে বিক্রয়, বকেয়া, অগ্রিম, ঋণের সুদ।

প্রশ্ন-৩ : প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের লেনদেন, জাবেদা, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব।

প্রশ্ন-৪ : দ্বিতীয় অধ্যায়ের জাবেদা, খতিয়ান।

প্রশ্ন-৫ : দ্বিতীয় অধ্যায়ের বিশেষ জাবেদা (খুচরা, দুই ঘরা ও তিন ঘরা নগদান বই।

প্রশ্ন-৬ : তৃতীয় অধ্যায়ের ব্যাংক সমন্বয় বিবরণী (একক জের ও উভয় জের সংশোধনী), ব্যাংকসংক্রান্ত সমন্বয় জাবেদা, পরিবহনাধীন জমা, বকেয়া চেক ও প্রত্যাখ্যাত চেক।

প্রশ্ন-৭ : চতুর্থ অধ্যায়ের রেওয়ামিল প্রস্তুত, মুনাফাজাতীয় আয়, মুনাফাজাতীয় ব্যয়, চলতি সম্পত্তি, চলতি দায়, অস্পর্শনীয় সম্পত্তি, স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয়। ভুল সংশোধনী জাবেদা ও অশুদ্ধি সংশোধন পরবর্তী রেওয়ামিল।

প্রশ্ন-৮ : ষষ্ঠ অধ্যায়ের প্রাপ্য হিসাবের হিসাবরক্ষণের প্রত্যক্ষ ও পরোক্ষ পদ্ধতি অধিক অনুশীলন করতে হবে। জাবেদা, খতিয়ান, অনাদায়ী পাওনা খরচ, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, আয় বিবরণীতে অনাদায়ী পাওনা খরচ ও আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব।

প্রশ্ন-৯ : সপ্তম অধ্যায়ের ১০ কলামবিশিষ্ট কার্যপত্র, সমন্বয় জাবেদা ও সমাপনী জাবেদা।

প্রশ্ন-১০ : অষ্টম অধ্যায়ের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসারক্ষণ অধ্যায়ের সরলরৈখিক পদ্ধতি ও ক্রমহ্রাসমান জের পদ্ধতি। স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ-ক্ষতি সংক্রান্ত সমস্যা।

প্রশ্ন-১১ : একতরফা দাখিলা পদ্ধতির দশম অধ্যায়ের প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়, লাভ-ক্ষতি বিবরণী ও বৈষয়িক বিবরণী।

মন্তব্য