kalerkantho

পরামর্শ

ভূগোল

হাজেরা বেগম, সিনিয়র প্রভাষক আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী

২০ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভূগোল

তথ্যবহুল বর্ণনা উত্থাপন করবে

ভূগোল একটি চিত্রভিত্তিক বিষয়, যেখানে বর্ণনার পাশাপাশি চিত্র উপস্থাপন করলে ভালো নম্বর পাওয়া যায়। সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার আগে উদ্দীপকগুলো ভালোভাবে পড়তে হবে। উদ্দীপকের নির্দেশনা অনুযায়ী সময় এবং নম্বরের দিকে খেয়াল রেখে উত্তর করতে হবে। উদ্দীপকের সঙ্গে অসামঞ্জস্য উত্তর গ্রহণযোগ্য হবে না। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ-সরল ও সাবলীল ভাষায় লিখতে হবে।  প্রতিটি অধ্যায় অনুশীলনের সময় গুরুত্বপূর্ণ বিষয় ও চিত্র অবশ্যই আয়ত্ত করতে হবে। ভূগোল প্রথম পত্রে সৃজনশীল বিষয়ে ভালো ফলের জন্য কিছু বিষয়ে অধিক গুরুত্ব দিতে হবে। যেমন—পৃথিবীর গঠন ও উপাদান, বায়ুমণ্ডল, জলবায়ু সমুদ্রের তলদেশসহ সমুদ্রস্রোত ও জোয়ার-ভাটা ইত্যাদি। বহু নির্বাচনী বিষয়ে ভালো ফলের জন্য পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায় এমনভাবে আয়ত্ত করতে হবে, যাতে বইয়ের কোনো অংশ জানার বাইরে না থাকে। কারণ ভূগোল বিষয়ে বহু নির্বাচনী প্রতিটি প্রশ্ন পাঠ্য বইয়ের আলোকে করা হয়। চিত্রভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নগুলোও পাঠ্য বইয়ের অধ্যায় থেকেই দেওয়া হয়ে থাকে। তাই ভূগোল বিষয়ে ভালো ফলের জন্য পাঠ্য বইয়ের বিকল্প নেই, পাঠ্য বই অনুশীলন ও সঠিক উপস্থাপনের মাধ্যমেই ভালো ফল করা সম্ভব। ভূগোল দ্বিতীয় পত্র একটি তথ্যভিত্তিক ও বর্ণনামূলক বিষয়। সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সময় তথ্যবহুল বর্ণনা উত্থাপন করার মাধ্যমে ভালো ফল করা সম্ভব। ভূগোল দ্বিতীয় পত্র বিষয়ে ভালো ফলের জন্য কিছু বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। যেমন—জনসংখ্যা, বসতি, শিল্প ও খনিজ, বাণিজ্য ইত্যাদি। তথ্যবহুল ও বর্ণনামূলক বিষয় হলেও কিছু কিছু বিষয়ে বর্ণনার পাশাপাশি চিত্র উপস্থাপনের মাধ্যমে মানসম্মত উত্তর করা সম্ভব, এর মধ্যে রয়েছে জলবায়ু অঞ্চল, বসতি, দূষণ ইত্যাদি। দ্বিতীয় পত্রের বহু নির্বাচনী প্রতিটি প্রশ্ন পাঠ্য বইয়ের আলোকে করা হয়ে থাকে। সৃজনশীল প্রশ্নের উত্তর উদ্দীপকের নির্দেশনা অনুযায়ী করতে হবে। উত্তর করার সময় নম্বরের দিকে খেয়াল রাখতে হবে। যে প্রশ্নের মান ২ তার উত্তর যেন ৩ নম্বর প্রশ্নের উত্তরের সমান না হয়।

মন্তব্য