kalerkantho

পরামর্শ

জীববিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু,সহকারী অধ্যাপক সরকারি মুজিব কলেজ সখীপুর, টাঙ্গাইল

২০ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজীববিজ্ঞান

লেখার ডান পাশে চিত্র দেওয়া ভালো

বহু নির্বাচনীতে ভালো করার পরামর্শ

♦ বহু নির্বাচনী অংশের জন্য সম্পূর্ণ বই ভালো করে পড়তে হবে।

♦ বইয়ের গুরুত্বপূর্ণ চিত্র খেয়াল রাখবে।

♦ বহুপদী সমাপ্তিসূচক নির্বাচনী প্রশ্নে সঠিক উত্তর শনাক্ত করার জন্য ৩টি অপশন (i, ii I iii) থাকে; এর যেকোনো ১টি, ২টি বা ৩টিই সঠিক উত্তর হতে পারে। এ ধরনের প্রশ্নের উত্তর খুব খেয়াল করে দেবে।

 

সৃজনশীলে ভালো করার পরামর্শ

♦ বৈজ্ঞানিক নাম লেখার সময় গণ ও প্রজাতি অংশের নিচে আলাদা আলাদাভাবে দাগ দিতে হবে।

♦ 2B পেনসিল দিয়ে চিত্র অঙ্কন করবে। লেখার ডান পাশে চিত্র দিলে ভালো হয়। বড় চিত্র থাকলে উত্তরের মাঝে আঁকবে। এ ক্ষেত্রে চিত্র বড় করতে পারবে। চিত্র বড় করলে চিহ্নিতকরণ সুবিধা হয়। অবশ্যই চিত্রের বিভিন্ন অংশ চিহ্নিত করবে।

♦ জ্ঞান (ক) অনুধাবন (খ) প্রয়োগ (গ) উচ্চতর দক্ষতা (ঘ)-এর উত্তর প্যারা আকারে লিখবে।

♦ গঠন, বৈশিষ্ট্য, কাজ, পার্থক্যের ক্ষেত্রে উত্তর পয়েন্ট করে লিখবে।

♦ প্রতিটি সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য ৩০ মিনিট সময় বরাদ্দ রাখবে।

♦ উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বর ঠিকভাবে লেখা হয়েছে কি না যাচাই করবে।

প্রথম পত্র

গুরুত্বপূর্ণ অধ্যায় : কোষ ও এর গঠন, কোষ বিভাজন, অণুজীব, শৈবাল ও ছত্রাক, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদ প্রজনন, জীবপ্রযুক্তি।

দ্বিতীয় পত্র

গুরুত্বপূর্ণ অধ্যায় : প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, প্রাণীর পরিচিতি : হাইড্রা ও ঘাসফড়িং; মানব শারীরতত্ত্ব : পরিপাক ও শোষণ; মানব শারীরতত্ত্ব : রক্ত ও সঞ্চালন; মানব শারীরতত্ত্ব : বর্জ্য ও নিষ্কাশন; মানব শারীরতত্ত্ব : সমন্বয় ও নিয়ন্ত্রণ, মানবদেহের প্রতিরক্ষা, জিনতত্ত্ব ও বিবর্তন।

মন্তব্য