kalerkantho

গুরুত্বপূর্ণ টপিকস

কৃষি শিক্ষা

মো. আব্দুল আল মুরাদ চৌধুরী, সিনিয়র প্রভাষক মাইলস্টোন কলেজ, ঢাকা

২০ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকৃষি শিক্ষা

তথ্য সেবা প্রাপ্তির দখলে রাখবে

কৃষি শিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে সৃজনশীল অংশে ৮টি প্রশ্ন থাকবে। এর মধ্যে থেকে ৫টির উত্তর দিতে হবে (৫–১০=৫০)।

বহু নির্বাচনী প্রশ্ন ২৫টি থেকে সবগুলো উত্তর দিতে হবে

(২৫–১=২৫)। বাকি ২৫ নম্বর থাকবে ব্যাবহারিক অংশে।

 

প্রথম পত্র

প্রথম অধ্যায় : পরিচ্ছেদ-১ বাংলাদেশের কৃষির ক্ষেত্র,

পরিচ্ছেদ-২ বাংলাদেশের কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস।

দ্বিতীয় অধ্যায় : পরিচ্ছেদ-১ অম্লীয় মাটির বৈশিষ্ট্য, ক্ষারীয় মাটির বৈশিষ্ট্য, পরিচ্ছেদ-২ ভূমিক্ষয়, সংরক্ষণ, মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা।

তৃতীয় অধ্যায় : পরিচ্ছেদ-১ বীজ উৎপাদন কৌশল,

পরিচ্ছেদ-৩ পাটের রিবন রেটিং, পরিচ্ছেদ-৪ রেশম চাষ, পরিচ্ছেদ-৫ মাশরুম চাষ।

চতুর্থ অধ্যায় : পরিচ্ছেদ-১ কৃষি জলবায়ুর ধারণা, পরিচ্ছেদ-২ কৃষিতে মৌসুমি জলবায়।

পঞ্চম অধ্যায় : পরিচ্ছেদ-৩ আঁশ উৎপাদনকারী ফসল চাষ পদ্ধতি (আখ)।

ষষ্ঠ অধ্যায় : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ।

দ্বিতীয় পত্র

প্রথম অধ্যায় : পরিচ্ছেদ-১ মাছ চাষ, পরিচ্ছেদ-২ চিংড়ি চাষ ও ব্যবস্থাপনা, পরিচ্ছেদ-৩ মাছ ও চিংড়ি চাষ।

দ্বিতীয় অধ্যায় : পরিচ্ছেদ-১ পোল্ট্রি পালন ও ব্যবস্থাপনা

পরিচ্ছেদ-২ পোল্ট্রি খামার, পরিচ্ছেদ-৩ মুরগির বাচ্চা উৎপাদন বা ডিম ফোটানো।

তৃতীয় অধ্যায় : পরিচ্ছেদ-১ পশু পালন পদ্ধতি, পরিচ্ছেদ-২ দুগ্ধ খামার।

চতুর্থ অধ্যায় : পরিচ্ছেদ-১ বনের গুরুত্ব, পরিচ্ছেদ-২ বনের প্রকারভেদ, পরিচ্ছেদ-৩ চারা রোপণ ও বনায়ন।

পঞ্চম অধ্যায় : পরিচ্ছেদ-১ খামার ও খামারকরণ।

মন্তব্য