kalerkantho

এসএসসি প্রস্তুতি

জীববিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

১৯ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবহু নির্বাচনী প্রশ্ন

১।        জীবপ্রযুক্তিবিদ কার্ল এরেকি একজন—

            ক) জার্মান                    খ) রাশিয়ান

            গ) হাঙ্গেরিয়ান                                      ঘ) ইতালিয়ান

২।         ফাহিমের বয়স ৭ বছর। ইদানীং তার অস্থি সন্ধিতে বেশ যন্ত্রণা হচ্ছে। ফাহিমের কোন রোগটি হতে পারে?

            ক) Arthritics

            খ) Osteoporosis

            গ) Rheumatic fever

            ঘ) Pneumonia

            চিত্রটি দেখো ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৩।        চিত্রটির নাম কী?

            ক) ক্লিভেজ                    খ) ব্লাস্টুলা

            গ) অমরা                      ঘ) ফিটাস

৪।        চিত্রটির বৈশিষ্ট্য হলো—

            i. প্রায় ৩৬ ঘণ্টা পর এটি গঠিত হয়

            ii. এটি ১৬ কোষবিশিষ্ট একটি গঠন

            iii. এর আকার বলের মতো

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii              খ) i, iii                         গ) ii, iii                        ঘ) i, ii ও iii

৫।        পাইরিমিডিন বেস নিচের কোন উপাদান দ্বারা গঠিত?

            ক) এডিনিন ও গুয়ানিন

            খ) এডিনিন ও ইউরাসিল

            গ) সাইটোসিন ও থায়াসিন

            ঘ) সাইটোসিন ও ইউরাসিন

৬।        DNA ও RNA গঠন উপাদানে মিল রয়েছে কোনটিতে?

            ক) নিউক্লিওটাইডে                                খ) কাঠামোতে

            গ) অজৈব ফসফেটে                               ঘ) অনুলিপনে

            উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            ঘাসফড়িংব্যাঙসাপঈগল

৭।        উদ্দীপকের কোন জীবটি তৃতীয় স্তরের খাদক?

            ক) ফড়িং                      খ) ঈগল                       গ) ঘাস                         ঘ) সাপ

৮।       উদ্দীপকের খাদ্যশিকলটি হলো—

            i. শিকারজীবী খাদ্যশিকল

            ii. মৃতজীবী খাদ্যশিকল

            iii. পরজীবী খাদ্যশিকল

            নিচের কোনটি সঠিক?

            ক) i                  খ) ii                 গ) iii                ঘ) i, ii ও iii

৯।        শিমজাতীয় উদ্ভিদের মূলে নডিউল হওয়ার কারণ—

            i. কমেনসেলিজম

            ii. অ্যান্টিবায়োসিস

            iii. মিউচুয়ালিজম

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii                          খ) iii    গ) i, iii             ঘ) i, ii ও iii

১০। কোন ব্যাকটেরিয়া পরিবেশ থেকে তেল ও হাইড্রোকার্বন দ্রুত নষ্ট করে?

            ক) Bacillus thuringiensis

            খ) E.colt

            গ) Agro bacterium tumefaciens

            ঘ) Pseudomonas sp.

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. গ ২. গ ৩. খ ৪. খ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. ঘ।

মন্তব্য