kalerkantho

এইচএসসি প্রস্তুতি

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

১৮ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেজীববিজ্ঞান দ্বিতীয় পত্র

স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়া সাইনুসাইটিসের জন্য দায়ী

পঞ্চম অধ্যায়

মানব শারীরতত্ত্ব

শ্বসন ও শ্বাসক্রিয়া

১।        মানুষের শ্বসনে শতকরা কতভাগ অক্সিজেন প্লাজমায় ভৌত দ্রবণরূপে পরিবাহিত হয়?

            ক) ০.১%                      খ) ০.২%

            গ) ২.০%           ঘ) ১০.০%

            উদ্দীপকটি পড়ো এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

            সুজন নিয়মিত ধূমপান করে। কিন্তু কয়েক দিন ধরে সে প্রায়ই অসুস্থ থাকছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তার দেহের বিভিন্ন ধরনের সমস্যার কথা জানালেন। তিনি আরো বললেন, সুজন এখনই ধূমপান ত্যাগ না করলে ভবিষ্যতে তাকে মারাত্মক শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে।

২।         উদ্দীপকের উপাদানে ফুসফুসে ক্যান্সার সৃষ্টিকারী যে বিষাক্ত পদার্থ থাকে তা হলো—

            i. CO 

            ii. নিকোটিন 

            iii. টার

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii              খ) i, iii

গ) ii, iii            ঘ) i, ii ও iii

৩।        উদ্দীপক অনুযায়ী সুজনের যে সমস্যা হতে পারে তা হলো—

            i. অ্যালভিওলাই নষ্ট হওয়া

            ii. ফুসফুসের অন্তঃপ্রাচীরের সিলিয়া অবশ হওয়া

            iii. এক্সরে ফিল্ম সাদাটে হওয়া

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii              খ) i, iii

            গ) ii, iii            ঘ) i, ii ও iii

            উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

            বর্ণার বয়স ৫ বছর। তার কান ব্যথা ও কানে পুঁজ জমেছে। ডাক্তারের শরণাপন্ন হলে তিনি বললেন, ‘এটি অণুজীবঘটিত রোগ, তবে সংক্রামক নয়।’

৪।        বর্ণার রোগটির নাম কী?

            ক) সাইনুসাইটিস

            খ) ওটিটিস মিডিয়া

            গ) হার্ট অ্যাটাক

            ঘ) থ্যালাসেমিয়া

৫।        বর্ণার রোগটি প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?

            i. ভ্যাকসিন নেওয়া

            ii. বায়ুদূষণ থেকে দূরে থাকা

            iii. অ্যান্টিবায়োটিক ব্যবহার করা

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii              খ) i, iii

            গ) ii, iii                        ঘ) i, ii ও iii

৬।        সাইনুসাইটিসের জন্য দায়ী ব্যাকটেরিয়া—

            i. স্ট্রেপটোকক্কাস

            ii. স্টেফাইলোকক্কাস

            iii. নিউমোকক্কাস

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii              খ) i, iii

            গ) ii, iii                  ঘ) i, ii ও iii

৭।        ধূমপায়ী ব্যক্তির এক্স-রেতে—

            i. ডায়াফ্রাম লেভেল নিচু হয়

            ii. হৃৎপিণ্ডের ছায়া লম্বা হয়

            iii. ফুসফুস কালো হয়

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii              খ) i, iii

            গ) ii, iii                        ঘ) i, ii ও iii

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. খ ২. ক ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. ঘ ৭. খ।

মন্তব্য