kalerkantho


জানা-অজানা

নবাব আলীবর্দী খাঁ

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে নবাব আলীবর্দী খাঁর কথা উল্লেখ আছে

গ্রন্থনা ও অঙ্কন : ইন্দ্রজিৎ মণ্ডল   

২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০নবাব আলীবর্দী খাঁ

আলীবর্দী খাঁর (১৬৭১-১৭৫৬) আসল নাম মির্জা মুহাম্মদ আলী। তিনি ১৭৪০ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত (১৭৫৬) বাংলা, বিহার ও ওড়িশার নবাব ছিলেন। তিনি ছিলেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার নানা।

একসময় তিনি মোগল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহের অধীনে কাজ করতেন। আজম শাহের মৃত্যুর (১৭০৭) পর তিনি বাংলায় চলে আসেন। সেখানে চাকরি পেতে ব্যর্থ হয়ে ওড়িশা যান। সেখানে গিয়ে প্রাদেশিক শাসনকর্তা নবাব সুজাউদ্দীন খাঁর অধীনে চাকরি পান। ১৭২৮ সালে নবাব সুজাউদ্দীন খাঁ তাঁকে গুরুত্বপূর্ণ আকবরনগর চাকলার (প্রশাসনিক বিভাগ) ফৌজদার নিয়োগ করেন এবং আলীবর্দী উপাধিতে ভূষিত করেন। ১৭৩২ সালে তিনি বিহারের শাসনভার পান। ওই সময় বাংলার নবাব ছিলেন সুজাউদ্দীন খাঁ। ১৭৪০ সালে নবাব সরফরাজকে পরাজিত করে বাংলার নিয়ন্ত্রণ নেন। তাঁর শাসনামলে মারাঠাদের সঙ্গে যুদ্ধ হয়। তিনি মারাঠাদের সফলভাবে দমন করেন। ১৭৫৬ সালের ১০ এপ্রিল মুর্শিদাবাদে তিনি মারা যান।

 মন্তব্য