kalerkantho


এসএসসি প্রস্তুতি

হিসাববিজ্ঞান

মো. আব্দুল হান্নান, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা

২০ জানুয়ারি, ২০১৯ ০০:০০হিসাববিজ্ঞান

সৃজনশীল প্রশ্ন

দ্বিতীয় অধ্যায় : লেনদেন

উদ্দীপক : জনাব তামিম ইকবালের ব্যবসায়ে ২০১৮ সালের জুন মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়েছে :

জুন : ০১ নগদ ৬০,০০০ টাকা এবং ২০,০০০                    টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করেন।

 ,, ০৩ মাসিক ১০,০০০ টাকা বেতনে একজন ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হলো।

 ,, ১০ বাকিতে পণ্য ক্রয় ৩০,০০০ টাকা।

 ,, ১৫ দোকান ভাড়া প্রদান করা হলো ৫,০০০ টাকা।

 ,, ২০ নগদে পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা।

 ,, ২৮ পাওনাদারদের পরিশোধ করা হলো ১০,০০০ টাকা।

 ,, ৩০ ব্যাংকঋণের আবেদন করা হলো ৫০,০০০ টাকা

ক) ওপরের যে ঘটনাগুলো লেনদেন নয় তার মোট পরিমাণ নির্ণয় করো।             ২

খ) ঘটনাগুলো থেকে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা করো।    ৪

গ) বিবরণী ছকে হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব দেখাও।     ৪

উত্তর (ক) লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয় :

উত্তর (খ) লেনদেন চিহ্নিতকরণ :

উত্তর (গ)

জনাব তামিম ইকবালের  হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব  ২০১৮ সালের জুন মাসের জন্য

তৃতীয় অধ্যায় : দুই তরফা দাখিলা পদ্ধতি

উদ্দীপক : জনাব আলম তাঁর ব্যবসায়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করেন না। নিম্নোক্ত তথ্যগুলো তাঁর হিসাব বই থেকে সংগ্রহ করা হয়েছে।

উক্ত বৎসরে তিনি প্রতি মাসে ৫,০০০ টাকা করে নগদ উত্তোলন করেন এবং ব্যবসায়ের প্রয়োজনে আরো ৫০,০০০ টাকা নতুন করে বিনিয়োগ করেন।

ক) জনাব আলমের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো।

খ) জনাব আলমের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো।

গ) জনাব আলমের ব্যবসায়ের লাভ-ক্ষতির পরিমাণ নির্ণয় করো।

উত্তর (খ)           সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় :

উত্তর (ক)           প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় :

উত্তর (গ)            লাভ-ক্ষতির পরিমাণ নির্ণয় :

লাভ-ক্ষতি= (সমাপনী মূলধন+উত্তোলন) —  প্রারম্ভিক মূলধন+অতিরিক্ত মূলধন)

            = (১,০০,০০০+৬০,০০০) — (৮০,০০০+৫০,০০০)

            = ১,৬০,০০০ — ১,৩০,০০০ = ৩০,০০০ টাকা (লাভ)মন্তব্য