kalerkantho

জেএসসি প্রস্তুতি

বিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল   

১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেবিজ্ঞান

ষষ্ঠ অধ্যায়

 

পরমাণুর গঠন

বহু নির্বাচনী প্রশ্ন

 

১।        গ্রিক শব্দ অ্যাটোমোস অর্থ কী?

            ক) বিভাজ্য       খ) অবিভাজ্য

            গ) পরমাণু        ঘ) কণিকা

২।         একের অধিক পরমাণু যুক্ত হয়ে গঠন করে—

            ক) অণু খ) আয়ন

            গ) পরমাণু        ঘ) অ্যানায়ন

৩।        ডাল্টনের পরমাণুবাদ প্রকাশিত হয়—

            ক) ১৬০৩ সালে

            খ) ১৭০৩ সালে

            গ) ১৮০৩ সালে

            ঘ) ১৯০৩ সালে

৪।        পরমাণুতে নিউক্লিয়াসের অবস্থান কোথায়?

            ক) কেন্দ্রে

            খ) নির্দিষ্ট কক্ষপথে

            গ) এক পাশে

            ঘ) বহিঃস্থ শক্তিস্তরে

৫।        পরমাণুর ধনাত্মক কণিকার নাম কী?

            ক) ইলেকট্রন     খ) প্রোটন

            গ) নিউট্রন        ঘ) পজিট্রন

৬।        কার্বনের পারমাণবিক সংখ্যা কত?

            ক) ৪     খ) ৬

            গ) ১২   ঘ) ১৬

৭।        সিলিকনের একটি পরমাণুতে প্রোটন সংখ্যা ১৪ হলে পারমাণবিক সংখ্যা কত হবে?

            ক) ১৪  খ) ১১

            গ) ৬    ঘ) ৫

৮।       অক্সিজেনের প্রোটন সংখ্যা ৮ বলতে—

            i. অক্সিজেনের প্রোটন সংখ্যা ৮

            ii. দ্বিতীয় শক্তি স্তরে ৬টি ইলেকট্রন আছে

            iii. ভরসংখ্যা ৮

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           খ) i ও iii

            গ) ii ও iii          ঘ) র, ii ও iii

৯।        দুটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা ১১ ও ১২ এরা—

            i. কঠিন পদার্থ

            ii. ধনাত্মক চার্জবিশিষ্ট

            iii. ইলেকট্রন বর্জন করে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           খ) i ও iii

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

১০।      প্রতিটি মৌলের পরমাণুর মধ্যে পার্থক্য থাকে—

            i. আকারে ii. ভরে iii. ধর্মে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           খ) ii ও iii

            গ) i ও iii           ঘ) i, ii ও iii

১১।      একটি পরমাণুতে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে কী বলে?

            ক) পারমাণবিক সংখ্যা

            খ) আইসোটোপ

            গ) পারমাণবিক ভর

            ঘ) ভরসংখ্যা

১২।      কোনো মৌলের পরমাণুতে ৩টি প্রোটন ও ৪টি নিউট্রন আছে। মৌলটির ভরসংখ্যা কত?

            ক) ৬    খ) ৭

            গ) ৮    ঘ) ৯

            তথ্যের আলোকে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            কোনো মৌলের একটি পরমাণুতে ৮টি নিউট্রন ও ১০টি ইলেকট্রন আছে।

১৩।      পরমাণুটির ভরসংখ্যা কত?

            ক) ৮    খ) ১০

            গ) ১৬  ঘ) ১৮

১৪।      উদ্দীপকের মৌলটির নাম কী?

            ক) নিয়ন          খ) অক্সিজেন

            গ) সোডিয়াম

            ঘ) ম্যাগনেসিয়াম

১৫।      মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা থেকে নিচের কোনটি জানা যায়?

            ক) মৌলের প্রতীক

            খ) অণুর গঠন

            গ) মৌলের ভর

            ঘ) নিউট্রন সংখ্যা

১৬।     একটি পরমাণুতে ৮টি ইলেকট্রন আছে। যদি পরমাণুটির ভরসংখ্যা ১৭ হয়, তবে নিউট্রন সংখ্যা কত?

            ক) ৭টি             খ) ৮টি

            গ) ৯টি  ঘ) ১০টি

১৭।      গম২+ এবং ঘধ+ আয়নে নিম্নের কোনটি সমান থাকে?

            ক) ইলেকট্রন     খ) প্রোটন

            গ) নিউট্রন        ঘ) আধান

১৮।     দুটি আইসোটোপের মধ্যে কোনটি সমান হতে পারে না?

            ক) পারমাণবিক সংখ্যা

            খ) ভরসংখ্যা

            গ) ইলেকট্রন সংখ্যা

            ঘ) রাসায়নিক ধর্ম

১৯।      হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে?

            ক) ৪     খ) ৩

            গ) ২     ঘ) ১

২০।      বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয়?

            ক) প্রোটন         খ) ইলেকট্রন

            গ) নিউট্রন        ঘ) আইসোটোপ

 

উত্তর :  ১. খ ২. ক ৩. গ ৪. ক ৫. খ ৬. খ ৭. ক ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. ঘ ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. ঘ।

মন্তব্য