kalerkantho


শিশুসাহিত্যে নজরুল

১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০শিশুসাহিত্যে নজরুল

কবি কাজী নজরুল ইসলাম সাহিত্যের বিভিন্ন শাখায় যেমন অনন্য সাফল্যের স্বাক্ষর রেখেছেন, শিশুসাহিত্য রচনায়ও তিনি অসাধারণ সাফল্যের পরিচয় দিয়েছেন। শিশুশিক্ষামূলক কবিতায় নজরুল কখনো শিশুকে তার কর্তব্যকর্ম সম্পর্কে স্মরণ করে দিয়েছেন, আবার কখনো তাকে আত্মচেতনায় উদ্বুদ্ধ হতে বলেছেন। কখনো বা মহৎ কর্ম ও জ্ঞানের পথে আহ্বান জানিয়েছেন। নজরুল রচিত জনপ্রিয় শিশুতোষ কবিতা ‘প্রভাতী’ (ভোর হলো)

এখানে দেওয়া হলো—

“ভোর হোলো

দোর খোলো

খুকুমণি ওঠ রে!

ঐ ডাকে

জুঁই-শাখে

ফুল-খুকি ছোট রে!

খুলি হাল

তুলি পাল

ঐ তরী চলল, 

এইবার এইবার

খুকু চোখ খুলল!

আলসে

নয় সে

ওঠে রোজ সকালে

রোজ তাই

চাঁদা ভাই টিপ দেয় কপালে।”

যেসব শ্রেণির পাঠ্য বইয়ে কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গদ্য রচনা রাখা হয়েছে, সেসব শ্রেণির পরীক্ষায় নজরুল-সংশ্লিষ্ট প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। শিশুসাহিত্যে নজরুলের ভূমিকা বা অবদান সম্পর্কে প্রায়ই প্রশ্ন আসে। আজকের এই টপিকের ওপর লিখেছেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষক মো. শরীফুল শরীফ

 মন্তব্য