kalerkantho


প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি
২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীতে সব বিষয়ের পরীক্ষাই ১০০% যোগ্যতাভিত্তিক হবে। কোনো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে না

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ওয়াহিদা নার্গিস, প্রধান শিক্ষক, খিলগাঁও স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০



বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন ও শূন্যস্থান পূরণ

পরীক্ষায় ১৫টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে আর শূন্যস্থান অংশে উত্তর দিতে হবে ১২টির

জলবায়ু ও দুর্যোগ

সংক্ষিপ্ত প্রশ্ন :

১। বাংলাদেশে কোন ধরনের ভূমিকম্প হয়ে থাকে?

উত্তর : মাঝারি ধরনের।

২। মৃদু ভূমিকম্প মোকাবেলায় কী ব্যবস্থা নিলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব?

উত্তর : ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে।

৩। বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে কী কী হওয়ার আশঙ্কা রয়েছে?

উত্তর : সুনামি ও বন্যা।

৪। ভূমিকম্পের সময় দুটি করণীয় লেখো।

উত্তর :

ক) পুরোপুরি শান্ত থাকতে হবে।

খ) বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে।

 

বাংলাদেশ ও বিশ্ব

শূন্যস্থান :

১। — এর পূর্ণরূপ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।

উত্তর : সার্ক (SAARC)।

২। এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত সাতটি দেশ নিয়ে — সালের ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়।

উত্তর : ১৯৮৫

৩। — সালে আফগানিস্তান সার্কে যুক্ত হয়।

উত্তর : ২০০৭

৪। — লক্ষ্য সদস্য দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা।

উত্তর : সার্কের।

৫। সদস্য দেশগুলোর — ও ভৌগোলিক সীমা মেনে চলা।

উত্তর :  স্বাধীনতা রক্ষা।

৬। এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের — বিষয়ে হস্তক্ষেপ না করা।

উত্তর : অভ্যন্তরীণ।

৭। দেশগুলোকে বিভিন্ন বিষয়ে — হতে সাহায্য করা।

উত্তর : আত্মনির্ভরশীল।

৮। দেশগুলোর মধ্যে — সৃষ্টি ও পরস্পর মিলেমিশে চলা।

উত্তর : ভ্রাতৃত্ব।

৯। জাতিসংঘের মতো — একটি স্বাধীন উন্নয়নমূলক সংস্থা।

উত্তর : সার্কও।

১০। অছি পরিষদের কাজ অছিভুক্ত এলাকাসমূহের — করা।

উত্তর : তত্ত্বাবধান।

১১। জাতিসংঘের বিভিন্ন সংস্থা জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর জন্য — কাজ করে থাকে।

উত্তর : উন্নয়নমূলক।



মন্তব্য