kalerkantho


সহজ পাঠ
বিজ্ঞান

এসিড বৃষ্টি

৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০এসিড বৃষ্টি

এসিড বৃষ্টি (Acid rain) হচ্ছে অম্লধর্মী বৃষ্টি বা শিশির। কলকারখানাসহ বিভিন্ন উৎস (আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, কয়লা, তেল দহন ইত্যাদি) থেকে সৃষ্ট অম্লীয় অক্সাইড (কার্বন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড) বায়ুমণ্ডলের জলীয়বাষ্প কণা ও অক্সিজেনের (O2) সঙ্গে বিক্রিয়া করে অম্ল উৎপাদন করে। ওই অম্ল বৃষ্টির পানির সঙ্গে মিশে ঝড়ে পড়ে। এ ধরনের বৃষ্টিই এসিড বৃষ্টি।মন্তব্য