kalerkantho


নবম ও দশম শ্রেণি

হিসাববিজ্ঞান

মো. আব্দুল হান্নান, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা

২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০বহু নির্বাচনী প্রশ্ন

১।   সমাজ ও পরিবেশ সম্পর্কে হিসাববিজ্ঞানের করণীয়—

     i. স্বাস্থ্যসম্মত কাঁচামাল ব্যবহার

     ii. যথাসম্ভব কম বিদ্যুৎ খরচ করা

     iii. যন্ত্রপাতির শব্দ কমানো

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                    খ) i ও iii                    গ) ii ও iii                    ঘ) i, ii ও iii

২।   কোনটি ব্যবসায় প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা?

     অথবা, প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে খরচ করতে হয়—

     ক) যথাসম্ভব কম বিদ্যুৎ খরচ

     খ) যন্ত্রপাতির শব্দ কমানো

     গ) গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান

     ঘ) স্বাস্থ্যসম্মত কাঁচামাল ব্যবহার

     অনুচ্ছেদটি পড়ে ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     ৩১ মার্চ ২০১৪ তারিখে সুশান্ত বড়ুয়া ৪৫,০০০ টাকার ফ্রিজ ক্রয় করে নগদ ১০,০০০ টাকা পরিশোধ করেন। বাকি মূল্যের ৫০ শতাংশ অর্থ এপ্রিল মাসে প্রদান করেন।

৩।   ফ্রিজ বাবদ সুশান্ত বড়ুয়াকে কত টাকা প্রদান করতে হবে?

     ক) ৩৫,০০০ টাকা         খ) ২২,৫০০ টাকা

     গ) ১৭,৫০০ টাকা

     ঘ) ১৭,০০০ টাকা

৪।   হিসাববিজ্ঞানের রীতি-নীতি ও কলাকৌশল যথাযথভাবে অনুসরণ করা হলে কিসের ওপর নিয়ন্ত্রণ থাকে?

     i. দুর্নীতি                     ii. জালিয়াতি             iii. সম্পদ

     নিচের কোনটি সঠিক?

     ক)  i ও ii                   খ)  i ও iii

     গ)  ii ও iii  

     ঘ)  i, ii ও iii

৫।   নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধতাকে কী বলে?

     ক)  পরনির্ভরশীলতা  

     খ)  হিসাবসচেতনতা

     গ)  পরাধীনতা

     ঘ)  জবাবদিহি

৬।   মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করে কোনটি?

     ক)  ধর্মীয় অনুশাসন

     খ)  সুষ্ঠু ব্যবস্থাপনা

     গ)  সঞ্চয়প্রবণতা   

     ঘ)  আর্থিক সচ্ছলতা

৭।   সরকারের আয়ের অন্যতম উৎস হচ্ছে—

     i. ভ্যাট ও কাস্টমস        ii. ডিউটি

     iii. আয়কর

     নিচের কোনটি সঠিক?

     ক)  i ও ii                   খ)  i ও iii

     গ)  ii ও iii                  ঘ)  i, ii ও iii.

৮।   নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধতাকে কী বলে?

     ক)  সততা                   খ)  দায়িত্ববোধ

     গ)  জবাবদিহি                      ঘ)  মূল্যবোধ

৯।   কোনটির মাধ্যমে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যক্তিদের দায়িত্ব চিহ্নিত করা যায়?

     ক)  সততা                   খ)  জবাবদিহি

     গ)  দায়িত্ববোধ                     ঘ)  হিসাব

১০। হিসাববিজ্ঞানের যথার্থ প্রয়োগের মাধ্যমে—

     i. কর ফাঁকির প্রবণতা হ্রাস পায়

     ii. বিভিন্ন অনিয়মের প্রবণতা কমে

     iii. আয় বুঝে ব্যয় করা যায়

     নিচের কোনটি সঠিক?

     ক)  i ও ii                   খ)  i ও iii

     গ)  ii ও iii                  ঘ)  i, ii ও iii.

 

উত্তর : ১. ঘ ২. গ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. গ ৯ গ ১০. ঘ।মন্তব্য