kalerkantho

নবম ও দশম শ্রেণি

আইসিটি

আব্দুর রশিদ, সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা

১৩ জুন, ২০১৮ ০০:০০আইসিটি

১।  নাম কোন ধরনের ডাটা?

    ক) Text             খ) Nuber

    গ) Date/Time        ঘ) Currency

২।  পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড যুক্ত করার জন্য কি-বোর্ডের কোন বোতামে চাপ দিতে হবে?

    ক) Ctrl+N               খ) Ctrl+M

    গ) Shift+N          ঘ) Shift+M

৩।  Numeric কী ধরনের ফিল্ড?

    ক) সংখ্যা         খ) টেক্সট

    গ) বর্ণ               ঘ) যুক্তিমূলক

৪।  একটি রেকর্ডে অনেকগুলো কী থাকতে পারে?

    ক) রেকর্ড         খ) ফিল্ড

    গ) ফোল্ডার            ঘ) ফাইল

৫।  Rectangular Marquee Tool-এর সাহায্যে নিচের কোনটি তৈরি করা যায়?

    ক) বৃত্ত               খ) সরলরেখা

    গ) ত্রিভুজ         ঘ) চতুষ্কোণ

৬।  Harddisk not found মেসেজ দেখালে—

    i. কম্পিউটারের পাওয়ার অফ করতে হবে

    ii. কম্পিউটারের পাওয়ার অন করতে হবে

    iii. হার্ডডিস্কের পেছনের জাম্পারটি সঠিকভাবে সেটিং করতে হবে

নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) i ও iii

    গ) ii ও iii         ঘ) i, ii ও iii

৭। ডাটা বেইস মূলত কিসের সমন্বয়ে গঠিত?

    ক) কলাম ও সারি         খ) কলাম ও কলাম

    গ) সারি ও সারি          ঘ) ফিল্ড ও কলাম

৮।  ফটোশপ প্রগ্রামের ক্ষেত্রে কি-বোর্ডের Ctrl বোতাম চেপে রেখে Backspace বোতামে চাপ দিলে সিলেকশনটির রং কিসের মতো হবে?

    ক) Foreground             খ) Background

    গ) Red          ঘ) Blue

৯।  সর্বপ্রথম স্প্রেডশিট কোনটি?

    ক) অফিস ক্যালক        খ) অ্যাপল

    গ) আইবিএম           ঘ) ভিসিক্যালক

১০। কত সালে ভিসিক্যালক উদ্ভাবন হয়?

    ক) ষাটের দশকে         খ) সত্তরের দশকে

    গ) আশির দশকে         ঘ) নব্বইয়ের দশকে

 

উত্তর

১. ক ২. খ ৩. ক ৪. খ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. খ।মন্তব্য