kalerkantho


জানা-অজানা

প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ

হাবিব তারেক

১৭ মার্চ, ২০১৮ ০০:০০প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ

[একাদশ-দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা উল্লেখ আছে]

কম্পিউটারে আমরা নানা রকম সফটওয়্যার, ওয়েবভিত্তিক অ্যাপলিকেশন ও টুল ব্যবহার করি। এগুলো হচ্ছে প্রগ্রাম। আর এসব প্রগ্রাম যে ভাষা, স্ক্রিপ্ট বা কোডের মাধ্যমে লিখে তৈরি করা হয়, সেগুলো হচ্ছে প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

কোনো কোনো সফটওয়্যার কিংবা অ্যাপলিকেশন এক প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজেই দাঁড় করানো যায়। আবার এমনও সফটওয়্যার আছে, যেগুলোতে একাধিক প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার হয়েছে। প্রগ্রামের ধরন ও কাজের পরিধি বিবেচনা করে প্রগ্রামাররা ঠিক করেন—কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার হবে।

কয়েকটি জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, সি প্লাস, সি শার্প, জাভা, পাইথন ইত্যাদি।

 

    মন্তব্য