kalerkantho


জানা-অজানা

ভূমধ্য সাগর

[নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ে ভূমধ্য সাগরের কথা উল্লেখ আছে]

আব্দুর রাজ্জাক   

১২ মার্চ, ২০১৮ ০০:০০ভূমধ্য সাগর

ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মধ্যবর্তী ভূমধ্য সাগর। ৩৫০ উত্তর ১৮০ পূর্বে এর ভৌগোলিক অবস্থান। সাগরটি ভূখণ্ড দ্বারা বেষ্টিত। উত্তরে ইউরোপ, দক্ষিণে আফ্রিকা, এবং পূর্বে এশিয়া। জিব্রাল্টার প্রণালির মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত। সাগরটিকে কখনো কখনো আটলান্টিক মহাসাগরের অংশ বলেও বিবেচনা করা হয়। আয়তন প্রায় ২৫ লাখ বর্গকিলোমিটার (৯,৬৫,০০০ বর্গমাইল)। কিন্তু জিব্রাল্টার প্রণালির মাধ্যমে আটলান্টিক জলভাগের সঙ্গে সংযুক্ত স্থানে এটি মাত্র ১৪ কিলোমিটার (৮.৭ মাইল) প্রশস্ত। এর গড় গভীরতা ১৫০০ মিটার (৪৯০০ ফুট)। ৫,২৬৭ মিটার (১৭,২৮০ ফুট) এর গভীরতম স্থান।

ভূমধ্য সাগর উপকূলে অবস্থিত দেশগুলোর মধ্যে রয়েছে—আলবেনিয়া, আলজেরিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, মিসর, ফ্রান্স, গ্রিস, ইসরায়েল, ইতালি, লেবানন, লিবিয়া, মাল্টা, মরক্কো, মোনাকো, মন্টেনিগ্রো, স্লোভেনিয়া, স্পেন, সিরিয়া, তিউনিসিয়া এবং তুরষ্ক। সাগরটি ছিল প্রাচীন পর্যটক ও বণিকদের যাতায়াতের অন্যতম মাধ্যম।

 মন্তব্য