kalerkantho


দশম শ্রেণি

ব্যবসায় উদ্যোগ

মো. মাজেদুল হক খান সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা   

৬ মার্চ, ২০১৮ ০০:০০বহু নির্বাচনী প্রশ্ন

১।   কাগজি মুদ্রার প্রচলন কোন যুগের নিদর্শন?

     ক) প্রাচীন যুগ খ) মধ্য যুগ

     গ) আধুনিক যুগ

     ঘ) শিল্প বিপ্লবের যুগ

২।   শিল্পকে কী হিসেবে বিবেচনা করা হয়?

     ক) উৎপাদনের মাধ্যম

     খ) উৎপাদনের বাহন

     গ) ব্যবসায়ের মাধ্যম

     ঘ) ব্যবসায়ের বাহন

৩।   ব্যবসায়ের ক্ষেত্রে কোন কোন দায়বদ্ধতা বিবেচনা করতে হয়?

     i. সামাজিক ii. মানসিক iii. নৈতিক

     নিচের কোনটি সঠিক?

     ক) i, ii    খ) i, iii

     গ) ii, iii     ঘ) i, ii ও iii

৪।   বঙ্গোপসাগরের সঙ্গে সপ্তগ্রামের বাণিজ্য মাধ্যম কোন নদী?

     ক) যমুনা    খ) ভাগীরথী

     গ) সুরমা    ঘ) দামোদর

৫।   ঐতিহ্য কোন পরিবেশের উপাদান?

     ক) সামাজিক  খ) রাজনৈতিক

     গ) অর্থনৈতিক ঘ) আইনগত

৬।   মাইডাস কী ধরনের প্রতিষ্ঠান?

     ক) সরকারি   খ) বেসরকারি

     গ) আধা সরকারি    ঘ) স্বায়ত্তশাসিত

৭।   ব্যবসায় উদ্যোগের প্রতি যুবকদের আগ্রহ বৃদ্ধি করা যায়—

     i. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটিয়ে

     ii. গণমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে

     iii. সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে

     নিচের কোনটি সঠিক?

     ক) i, ii    খ) i, iii

     গ) ii, iii     ঘ) i, ii ও iii

৮।   পৃথিবীর সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা কোনটি?

     ক) ব্র্যাক     খ) মাইডাস

     গ) প্রশিকা    ঘ) আশা

    

     উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও

     এইচএসসি পাস করা শফিক কম্পিউটার পরিচালনায় বেশ পারদর্শী। তিনি চান কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণ গ্রহণ করে এটির মাধ্যমে তাঁর আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে।

৯।   জনাব শফিক কোন সংস্থা থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন?

     ক) বিআইএস  খ) নট্রামস

     গ) যুব প্রশিক্ষণ কেন্দ্র  ঘ) পল্লী উন্নয়ন বোর্ড

১০।  প্রশিক্ষণ শফিককে কী বৃদ্ধিতে সহায়তা করবে?

     ক) কর্মদক্ষতা  খ) অর্থনৈতিক উন্নয়ন

     গ) মূল্যবোধ সৃষ্টি     ঘ) সম্পদ বৃদ্ধি

১১।  বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কোন মন্ত্রণালয়ের অধীন?

     ক) শিল্প     খ) শিক্ষা

     গ) অর্থ     ঘ) বাণিজ্য

১২।  ইউরোপ ও আমেরিকায় শতকরা কত ভাগ প্রতিষ্ঠান একমালিকানাধীন?

     ক) ৬০%     খ) ৭০%

     গ) ৮০%     ঘ) ৮৫%

১৩।  কর্মীসংস্থানের অন্তর্ভুক্ত বিষয়—

     i. প্রশিক্ষণ প্রদান ii. পদোন্নতি iii. বদলি

     নিচের কোনটি সঠিক?

     ক) i, ii    খ) i, iii

     গ) ii, iii     ঘ) i, ii ও iii

১৪।  পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে কোন প্রতিষ্ঠান গড়ে ওঠে?

     ক) একমালিকানা     খ) অংশীদারি

     গ) যৌথ মালিকানাধীন ঘ) সমবায় সমিতি

১৫।  আমাদের উপমহাদেশে সর্বপ্রথম কত সালে সরকারিভাবে সমবায়ের উদ্যোগ গ্রহণ করা হয়?

     ক) ১৯০৪    খ) ১৯১৮

     গ) ১৯২৩    ঘ) ১৯৩০

উত্তর মিলিয়ে নাও

১. খ ২. খ ৩. খ ৪. খ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. ক   ১১. ক ১২. গ ১৩. ঘ ১৪. খ ১৫. ক।

 মন্তব্য