kalerkantho


এইচএসসি প্রস্তুতি : যুক্তিবিদ্যা প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

মো. আবদুল কুদ্দুস,প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর, ঢাকা   

২১ মার্চ, ২০১৭ ০০:০০এইচএসসি প্রস্তুতি : যুক্তিবিদ্যা প্রথম পত্র

সপ্তম অধ্যায়

আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি

১।প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি হচ্ছে আরোহ অনুমানের—

ক. শ্রেণি                          খ. ভিত্তি

গ. স্তর                           ঘ. প্রকৃতি

২।আরোহের ভিত্তি সর্বমোট কত প্রকার?

 ক. ৩                            খ. ৪

গ. ৫                             ঘ. ৬

৩।দুই বা ততোধিক কারণ মিলে উত্পন্ন হয়—

 ক. কার্য                         খ. কারণ

গ. ঘটনা                        ঘ. মিশ্র কার্য

৪।আরোহমূলক লম্ফ কী?

 ক. বিশেষ থেকে বিশেষে গমন

খ. সার্বিক থেকে সার্বিকে গমন

 গ. বিশেষ থেকে সার্বিকে গমন

ঘ. সার্বিক থেকে বিশেষে গমন

উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

পড়ালেখা করলে ভালো রেজাল্ট করা যায়। খাবার খেলে ক্ষুধা মিটে। অপরাধ করলে শাস্তি পেতে হয়। অতিরিক্ত খাবার দেহের অশান্তির কারণ।

৫। উদ্দীপকের প্রতিটি বাক্যের প্রথম অংশকে কী বলা যায়?

 ক. কারণ                         খ. কার্য

গ. আশ্রয়বাক্য                       ঘ. সিদ্ধান্ত

৬।সেই অংশটির পরিমাণগত বৈশিষ্ট্য কোনটি?

i. বস্তুর নিত্যতা                       

ii. শক্তির নিত্যতা

iii. চিন্তার নিয়ম

নিচের কোনটি সঠিক?

 ক. i ও ii                      খ. i ও iii

গ. ii ও iii                        ঘ. i, ii ও iii

৭।কারণ হলো কার্যের—

 i. অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা

ii. সাক্ষাৎ পূর্ববর্তী ঘটনা

iii. শর্তহীন পূর্ববর্তী ঘটনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                      ঘ. i, ii ও iii

৮।শকুন দেখার পর পর লোকটি মারা গেল। সুতরাং শকুন দেখাই মৃত্যুর কারণ—এটি কোন অনুপপত্তির দৃষ্টান্ত?

 ক. চতুষ্পদী                         

খ. অবৈধ প্রধান পদ

গ. অবৈধ অপ্রধান পদ

ঘ. কাকতালীয়

৯। বহুকারণবাদ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

 ক. বেন                          খ. মিল

 গ. কার্ভেথ রিড                      ঘ. জোসেফ

১০। সূর্য পূর্বদিকে উঠে—এতে কোন অনুপপত্তি ঘটেছে?

ক. অনিরীক্ষণ                         

খ. কাকতালীয়

গ. ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ

ঘ. সর্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ

১১। নিরীক্ষণের পরিসর পরীক্ষণের চেয়ে—

 ক. কম ব্যাপক                       

খ. বেশি ব্যাপক

গ. সমান ব্যাপক

ঘ. সংকীর্ণ

১২।আরোহের কূটাভাস আরোহের কোন ভিত্তির সঙ্গে জড়িত?

 ক. প্রকৃতির নিয়ম                  খ. কার্যকারণ

গ. পরীক্ষণ                       ঘ. নিরীক্ষণ

১৩। নিচের কোনটি আরোহের স্তর নয়?

 ক. সংজ্ঞা                       খ. পর্যবেক্ষণ

গ. সাদৃশ্যানুমান                   ঘ. সার্বিকীকরণ

১৪। প্রধানত আরোহ কত প্রকার?

 ক. ৪                            খ. ৩

গ. ২                             ঘ. ৫

১৫। কারণের গুণগত বৈশিষ্ট্য হচ্ছে—

i. কারণ পরিবর্তনশীল

ii. কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা

iii. কারণ কার্যের সঙ্গে সম্পর্কযুক্ত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                        খ. i ও iii

গ. ii ও iii                         ঘ. i, ii ও iii

 

উত্তর : ১. খ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. ক ৭.ঘ ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. গ ১৪. গ ১৫. গমন্তব্য