kalerkantho


জেএসসি প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহু নির্বাচনী প্রশ্ন

শামীমা ইয়াসমিন, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা   

১২ অক্টোবর, ২০১৬ ০০:০০১।                 সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?

                   ক. ১৫২টি     

                   খ. ১৫৩টি     

                   গ. ১৫৪টি     

                   ঘ. ১৫৫টি

২।                 দুর্যোগের আগে নদী তীরবর্তী এলাকায় কোথায় বসতভিটা গড়তে হবে?

                   ক. বেড়িবাঁধের ওপরে    

                   খ. বেড়িবাঁধের বাইরে          গ. নদীর তীরের উঁচু এলাকায়

                   ঘ. নৌকায়

৩।                 ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় কত নম্বর সতর্ক সংকেত পর্যন্ত আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই?

                   ক. ১ নম্বর     

                   খ. ২ নম্বর     

                   গ. ৩ নম্বর     

                   ঘ. ৪ নম্বর

৪।                 দুর্যোগে কেউ মারা গেলে লাশ কী করতে হবে?

                   ক. দ্রুত সমাহিত করার ব্যবস্থা করতে হবে

                   খ. পানিতে ভাসিয়ে দিতে হবে

                   গ. নদীতে ভেলায় ভাসিয়ে দিতে হবে

                   ঘ. লাশ থেকে দূরে থাকতে হবে

৫।                 জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কোন বিষয়কে গুরুত্ব দেওয়া প্রয়োজন?

                   ক. বাল্যবিবাহ নিরোধ ও সচেতনতা সৃষ্টি

                   খ. সচেতনতা সৃষ্টি ও শিশুর মৃত্যু হ্রাস

                   গ. বাল্যবিবাহ নিরোধ ও মা-শিশুর স্বাস্থ্যসেবা

                   ঘ. পরিবার-পরিকল্পনা পদ্ধতি গ্রহণ

৬।                 জনসংখ্যা সমস্যা মনে না করে এর সমাধানে কী করা উচিত?

                   ক. জনসংখ্যার পুনর্বাসনের ব্যবস্থা করা

                   খ. খাদ্য উত্পাদন বৃদ্ধি করা

                   গ. অধিক সংখ্যক লোককে বিদেশে প্রেরণ করা

                   ঘ. জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা

৭।                 জনসংখ্যানীতির কাঙ্ক্ষিত লক্ষ্য হলো—বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকের

                   i. জীবনমান উন্নয়ন

                   ii. জীবনমানের উত্কর্ষ সাধন

                   iii. প্রজনন স্বাস্থ্যসেবা

                   নিচের কোনটি সঠিক?

                   ক. i ও ii        

                   খ. i ও iii       

                   গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৮।                 কিশোর অপরাধপ্রবণতা প্রতিরোধে পরিবার ও পিতা-মাতার ভূমিকা হিসেবে তুমি সমর্থন করবে—

                   i. সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি

                   ii. তাদের চলাফেরার ওপর নজর রাখা

                   iii.সন্তানদের সঙ্গে সহজ-স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা

                   নিচের কোনটি সঠিক?

                   ক. i ও ii        

                   খ. i ও iii       

                   গ. ii ও iii       

                   ঘ. i, ii ও iii

৯।                 ১২ বছরের সাজেদা স্কুল ছাড়া দিনের বেশির ভাগ সময় একাকী কাটায়। চিত্তবিনোদনের অভাবে সাজেদার মধ্যে দেখা দিতে পরে—

                   i. মানসিক অস্থিরতা

                   ii. অপরাধপ্রবণতা

                   iii. সামাজিক অসুবিধা

                   নিচের কোনটি সঠিক?

                   ক. i ও ii        

                   খ. i ও iii       

                   গ. ii ও iii      

                   ঘ. i, ii ও iii

১০।                ধর্মীয় ও নৈতিক শিক্ষা ছাড়া অন্য যে উপায়ে মাদক প্রতিরোধ করা যায়—

                   i. মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলে

                   ii. সামাজিক আন্দোলন গড়ে তুলে

                   iii. কুরুচিপূর্ণ প্রচার বন্ধ করে

                   নিচের কোনটি সঠিক?

                   ক. i ও ii       

                   খ. i ও iii       

                   গ. ii ও iii      

                   ঘ. i, ii ও iii

১১।                মারমারা সাংগ্রাই উৎসব উদ্‌যাপন করে—

                   i. পুরনো বর্ষকে বিদায় উপলক্ষে

                   ii. বর্ষবরণ উপলক্ষে

                   iii. বসন্ত উৎসব উদ্‌যাপন উপলক্ষে

                   নিচের কোনটি সঠিক?

                   ক. i ও ii       

                   খ. ii ও iii      

                   গ. i ও iii      

                   ঘ. i, ii ও iii

১২।                ‘রাখাইন’  শব্দের অর্থ কী?

                   ক. উদ্যমী জাতি             খ. প্রগতিশীল জাতি

                   গ. আদর্শ জাতি              ঘ. রক্ষণশীল জাতি

১৩।                হাজং নৃগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?

                   ক. চট্টগ্রাম     

                   খ. খাগড়াছড়ি              

                   গ. সিলেট      

                   ঘ. ময়মনসিংহ

১৪।                বাংলাদেশের প্রথম সার কারখানা কোথায় অবস্থিত?

                   ক. আশুগঞ্জে         

                   খ. ফেঞ্চুগঞ্জে

                   গ. পীরগঞ্জে         

                   ঘ. ঘোড়াশালে

১৫।                দেশের তাপমাত্রা বেড়ে গেছে কেন?

                   ক. গাছপালা কমে যাওয়ায়       খ. গাছপালা বেশি হওয়ায়

                   গ. প্রাকৃতিক দুর্যোগ হওয়ায়       ঘ. বেশি বৃষ্টিপাত না হওয়ায়

১৬।                অর্থনৈতিক কাজ হলো—

                   i. খাদ্য উত্পাদন

                   ii. বাড়িঘর নির্মাণ

                   iii. বস্ত্র তৈরি

                   নিচের কোনটি সঠিক?

                   ক. i ও ii       

                   খ. ii ও iii       

                   গ. i ও iii     

                   ঘ. i, ii ও iii

১৭।                ‘ওয়ারশ’ নামের সামরিক জোটটি তত্কালীন কোন দেশের নেতৃত্বে গঠিত হয়?

                   ক. উত্তর কোরিয়া      

                   খ. সোভিয়েত ইউনিয়ন

                   গ. চীন       

                   ঘ. মিসর

১৮।                OIC-এর নাম ইসলামী সম্মেলন সংস্থার পরিবর্তে ইসলামী সহযোগিতা সংস্থা রাখা হয়েছে। এর কারণ, এটি মুসলিম বিশ্বের—

                   i. সমস্যা নিরূপণ করা

                   ii. সমস্যা সমাধান করা

                   iii. বন্ধুত্ব নিশ্চিত করা

                   নিচের কোনটি সঠিক?

                   ক. i ও ii      

                   খ. ii ও iii       

                   গ. i ও iii      

                   ঘ. i, ii ও iii

১৯।                ইউনেসকোর কার্যক্রমের ফলে বাংলাদেশের—

                   i. বিজ্ঞান শিক্ষার উন্নয়ন হয়

                   ii. একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি পায়

                   iii. প্রাকৃতিক ঐতিহ্যের সংরক্ষণ হয়

                   নিচের কোনটি সঠিক?

                   ক. i ও ii        

                   খ. ii ও iii       

                   গ. i ও iii       

                   ঘ. i, ii ও iii

২০।                সরকার প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে কেন?

                   ক. ধর্মের প্রসারের জন্য         খ. জনগণের  নৈতিক চরিত্র গঠনের জন্য

                   গ. নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষার হার বাড়ানোর জন্য       

                   ঘ. সামাজিক বৈষম্য দূর করার

জন্য

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২. ক ৩. ক ৪. ঘ ৫. ক ৬. ঘ

৭. ক ৮. গ ৯. ক ১০. ক ১১. ক ১২. ঘ ১৩. ঘ ১৪. খ ১৫. ক ১৬. ঘ ১৭. খ

১৮. গ ১৯. ঘ ২০. গমন্তব্য