kalerkantho


দ্বাদশ শ্রেণি : ভূগোল দ্বিতীয় পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

হাজেরা বেগম, প্রভাষক আবদুল কাদির মোল্লা সিটি কলেজ নরসিংদী   

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০তৃতীয় অধ্যায় (বসতি)

 

১।    সীমা তার দাদার বাড়ি বেড়াতে গেলে দেখতে পেল অনেক বেশি জায়গাজুড়ে বাড়িটি অবস্থিত। সীমার দাদার বাড়ি কোন ধরনের বসতির বৈশিষ্ট্য?

     ক. গ্রামীণ   

     খ. সারিবদ্ধ

     গ. বৃত্ত

     ঘ. চৌমাথা

     উত্তর : ক

২।    বাংলাদেশে বিক্ষিপ্ত বসতি অধিক বিদ্যমান—

     i. রংপুরে

     ii. দিনাজপুরে

     iii. রাজশাহীতে

     নিচের কোনটি সঠিক?

     ক. i, ii

     খ. i, iii

     গ. ii, iii

     ঘ. i, ii ও iii

     উত্তর : ঘ

৩।   ‘হাট হচ্ছে নিয়মিত বিরতি দিয়ে নির্ধারিত স্থানে ক্রেতা-বিক্রেতাদের একটি সমাবেশ’—সংজ্ঞাটি কার?

     ক. স্মিথ

     খ. বুকানন

     গ. আব্দুল বাকী

     ঘ. ব্রমলি

     উত্তর : ঘ

৪।    ১৯৮১ সালে নগরায়ণের হার উন্নীত হয়ে কত শতাংশে পৌঁছে?

     ক. ১২

     খ. ১৫.০৮

     গ. ১৭.০২

     ঘ. ১৮.২৫

     উত্তর : খ

৫।    ২০২৫ সালে ঢাকা মহানগরের লোকসংখ্যা কত হবে?

     ক. দেড় কোটি

     খ. সোয়া কোটি

     গ. আড়াই কোটি

     ঘ. দুই কোটি

     উত্তর : গমন্তব্য