kalerkantho


কাঁটাচামচ বিষয়ক

ফকির ইলিয়াস

৭ জুলাই, ২০১৭ ০০:০০কাঁটা চামচ দিয়ে কামরাঙা খেতে খেতে আমার ভরা ভাদ্রের কথা

মনে পড়ে যায়। আহা জলপাই ফুল! আহা বৈশাখী তুফান, কত

বিনিদ্র রজনী নিয়ে তুমি দাঁড়িয়েছিলে আমার পাশে। আর বলেছিলে

জেগে থাকো কবি, আমিও জেগে থাকব নোঙরের শেষ দাগ হয়ে।

 

প্রতিটি ঋতুকেই আমার এক টুকরো ইস্পাতের কাঁটা চামচ মনে হয়।

না, ভুল বললাম! ‘প্লাস্টিকের ফর্ক’ দিয়ে যারা উল্টে-পাল্টে দেখে

বর্ষার চেহারা, তারা কি কখনো করেছে যাপন নাতিশীতোষ্ণ কাল!

উজান নদীর ছায়ায় তারা কি রেখেছে তাদের নাইওরি নায়ের স্মৃতি!

 

ভরা পদ্মায় নৌকাও রেখে যায় কাঁটা কোনো বৈঠার ছলাৎ আওয়াজ।

আমি হাল ধরে বসে থাকি। নৌকা নয়, হাওয়ার। কাঁটা চামচ দিয়ে

বেদনাগুলো পরখ করতে করতে প্রেমকে বলি, তুমি আসলেই মহান!মন্তব্য