kalerkantho

বিশ্বসাহিত্য

চলে গেলেন বন্ড-হিথকোট

৭ জুলাই, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচলে গেলেন বন্ড-হিথকোট

চলে গেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুই সাহিত্যিক। একজন শিশু সাহিত্যের জনপ্রিয় চরিত্র ‘প্যাডিংটন বিয়ারের’ স্রষ্টা মাইকেল বন্ড। অন্যজন ব্রিটিশ কবি ও নাট্যকার হিথকোট উইলিয়ামস। বন্ডের বয়স হয়েছিল ৯১ বছর। কয়েক দিন অসুস্থ থাকার পর গত ২৭ জুন লন্ডনে নিজের বাড়িতে তিনি মারা যান। তার ‘প্যাডিংটন বিয়ার’ সিরিজের বই অত্যন্ত জনপ্রিয়। বন্ড মারমালেড খেতে পছন্দ করা পেরুর প্রত্যন্ত অঞ্চল থেকে আসা নিষ্পাপ, বন্ধুসুলভ প্যাডিংটনকে সৃষ্টি করেন ১৯৫৬ সালে। এক ক্রিসমাসের দিনে বাড়ির কাছে একটি দোকানের কোণে একটি নিঃসঙ্গ টেডি বিয়ার দেখতে পান বন্ড। তিনি সেটি তাঁর স্ত্রীর জন্য কিনে আনেন। ওই টেডি বিয়ারটিই তাঁকে ‘প্যাডিংটন বিয়ার’ সৃষ্টিতে অনুপ্রেরণা জোগায়। বন্ডের প্রথম বই ‘অ্যা বিয়ার কলড প্যাডিংটন’ প্রকাশিত হয় ১৯৫৮ সালে। এরপর এ যাবৎ প্যাডিংটন সিরিজের বই বিশ্বজুড়ে সাড়ে তিন কোটি কপিরও বেশি বিক্রি হয়েছে। তার লেখা শিশুদের জন্য ছবির বইও রয়েছে বেশ কয়েকটি। হিথকোট উইলিয়ামস (৭৫) মারা গেছেন ১ জুলাই অক্সফোর্ডের একটি হাসপাতালে। একাধারে কবি, নাট্যকার, অভিনেতা হিথকোট বেশি পরিচিত ডকুমেন্টারি স্টাইলের বিতর্কমূলক কবিতার জন্য। ১৯৯২ সালে প্রকাশিত ‘অটোজেডন’ তার একটি বহুল আলোচিত গ্রন্থ। এ ছাড়া ‘সেইক্রিড এলিফ্যান্ট (১৯৮৯), ‘হোয়েল ন্যাশন (১৯৮৮)’, ‘ফলিং ফর অ্যা ডলফিন (১৯৯১)’ এবং যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের উত্থান নিয়ে লেখা সম্প্রতি প্রকাশিত ‘অ্যামেরিকান পর্ন’ তার উল্লেখযোগ্য গ্রন্থ।

মন্তব্য