kalerkantho


সুখতৃপ্তির ঢেঁকুর

তুহিন ওয়াদুদ

১৬ জুন, ২০১৭ ০০:০০সুখতৃপ্তির ঢেঁকুর

নিরুদ্দেশ স্মৃতিকাতর আবেগ মধুর সময়

দীর্ঘকালের আস্তরণ ছিঁড়ে পৌঁছে যায় কোন মধ্য দুপুরে

ওড়না ওড়ানো বাতাসে ফুটেছিল ফুল

আনত জলের বুকে অনত শরীরের ছায়া

বালুজলে তোলে ঢেউ।

 

পালহীন নৌকা। মাঝির বৈঠায় ধীর লয়ে ভাঙে ঢেউ

নিসর্গ এঁকে রাখে চলচ্চিত্র

দুধারে সবুজ ধান কলাবাগান। মাছেরা এসে দেখে যায়

সুখ-তৃপ্তির ঢেঁকুর তোলে অবলীলায় কত লীলা।

জলজ চরে পা রাখতেই ধরলার বুক ভরে ওঠে

জল-বালু-নারী-পুরুষ মিলিত ছবিতে গড়ে ওঠে স্মৃতি।মন্তব্য