kalerkantho


দৃশ্যান্তর

মোস্তফা তারেক

১৭ মার্চ, ২০১৭ ০০:০০রাতের চায়ে শেষ চুমুক রেখে

নিদারুণ ফিরে যাওয়া

তখনো পড়ে থাকে অমীমাংসিত গল্প

ঘাসফড়িং উড়ে ধূসর দুপুর, নিয়ন আলোয় আলোয়

টেবিল টেবিল সাঁতরে মনে পড়ে বাড়ি

কোজাগর-বানে ভাসে আর ডুবে প্রিয় কবিতার পঙিক্ত

রাত কুড়াতে কুড়াতে পথ হাঁটে বাড়ি

মৃত সাপের মতো কেবলই পড়ে থাকে কালো সড়ক

আর অমীমাংসিত আঁকাআঁকি।মন্তব্য