kalerkantho


বিশ্বসাহিত্য

পলা ফক্স মারা গেছেন

১০ মার্চ, ২০১৭ ০০:০০পলা ফক্স মারা গেছেন

‘পুওর জর্জ’, ‘ডেসপারেট ক্যারেক্টারস’, ‘বরৌড ফাইনারি’ গ্রন্থখ্যাত মার্কিন লেখক পলা ফক্স আর নেই। গত ১ মার্চ নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি হাসপাতালে তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। পলা সবচেয়ে বেশি লিখেছেন শিশু-কিশোরদের জন্য। এদের জন্য তিনি ২০টিরও বেশি বই লিখেছেন। বড়দের জন্য ফিকশন লিখেছেন সাতটি। ‘দ্য স্লেইভ ড্যান্সার’ বইয়ের জন্য তিনি ১৯৭৪ সালে শিশুসাহিত্যের সেরা পুরস্কার নিউবেরি পদক পান। বিতর্কিত এই বইটিতে ১৯ শতকের মাঝামাঝি সময়ে আটলান্টিকে দাস ব্যবসার চিত্র তুলে ধরা হয়। এর চার বছর পর তাঁকে শিশুসাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ১৯৭০ সালে প্রকাশিত উপন্যাস ‘ডেসপারেট ক্যারেক্টারস’ পলার সবচেয়ে আলোচিত বই। এতে বিয়ের নানা সমস্যা উঠে এসেছে। উপন্যাসটি অবলম্বনে ১৯৭১ সালে একটি চলচ্চিত্রও নির্মিত হয়েছে। পলার জন্ম ১৯২৩ সালের ২২ এপ্রিল ম্যানহাটানে। ছোটবেলায় মা-বাবা তাঁকে একটি অনাথ আশ্রমে ফেলে যান। স্মৃতিকথা ‘বরৌড ফাইনারি (২০০১)’-এ তাঁর শৈশব এবং ‘দ্য কোল্ডেস্ট উইন্টার : অ্যা স্ট্রিংগার ইন লিবারেটেড ইউরোপ (২০০৫)-এ যৌবনের ঘটনাবলি উঠে এসেছে। তাঁর অন্যান্য বইয়ের মধ্যে ‘অ্যা সারভ্যান্টস টেইল’, ‘দ্য ওয়েস্টার্ন কোস্ট’ ইত্যাদি উল্লেখযোগ্য।মন্তব্য