kalerkantho


একাকী আমার সময়

জুননু রাইন

১০ মার্চ, ২০১৭ ০০:০০একাকী আমার সময়

 

ভালোবাসা তোমার দিকে যেতে চাইলে

তুমি অনাকাঙ্ক্ষিত হাঁসের ধানক্ষেতে

অনুপ্রবেশ দেখার মতো মনে আঁকো ঠিকই;

তাড়াতেও পারো না, তুমি উর্বর ভূমি—

তুমি তো সবুজ ভালোবাসো...

 

ভালোবাসা তার ঠিকানায় যেতে চাইলে

ভালোবাসা তার ঠিকানা খুঁজতে চাইলে

আমিও তোমার মতো, তাড়াতে পারি না;

দুই থেকে দুই বিয়োগের মতো—

কী মিল দেখো আমাদের

আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি

তুমি সে সম্পর্কে অনেক অনেক কম জানো

 

তোমার বাড়ির সামনের সূর্যমুখী কতবার

জ্যোত্স্নায় ডুব দেয়, অথচ সে চাঁদ দেখে না!

 

এ সত্যের মতোই ভালোবাসার নামে দণ্ডায়মান

একাকী আমার সময়।মন্তব্য